fbpx
হোম প্রবাস রিয়াদে খাদ্যপণ্যের মেলা শেষ হচ্ছে আজ, বাংলাদেশের বিপুল সম্ভাবনা
রিয়াদে খাদ্যপণ্যের মেলা শেষ হচ্ছে আজ, বাংলাদেশের বিপুল সম্ভাবনা

রিয়াদে খাদ্যপণ্যের মেলা শেষ হচ্ছে আজ, বাংলাদেশের বিপুল সম্ভাবনা

0

সৌদি খাদ্য ও ঔষধ কর্তৃপক্ষ (Saudi Food and Drug Authority-SFDA) কর্তৃক তিন দিনব্যাপী ঔষধ, চিকিৎসা সরঞ্জামাদি ও খাদ্যপণ্যের মেলা শেষ হচ্ছে আজ । ৩০ সেপ্টেম্বর সকালে রিয়াদের আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধন করেন SFDA এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. হিসাম আল-জাদে।

মেলায় ২০ টি দেশের ৮০টি প্রতিষ্ঠান ও স্থানীয় ১২০টি প্রতিষ্ঠানসহ মোট ২০০টির বেশী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ মেলা পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, সৌদি আরবে বাংলাদেশের ঔষধ ও খাদ্যপণ্যের চাহিদা রয়েছে। সৌদি আরবের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন মেলায় অংশগ্রহণের মাধ্যমে সৌদি আরবের বাজারে বাংলাদেশের ঔষধ ও খাদ্যপণ্যের পরিচিতি বৃদ্ধি পাবে।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, আগামী দিনে দেশের ঔষধ ও খাদ্যপণ্য রফতানি বৃদ্ধির মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন সম্ভব হবে। গোলাম মসীহ বলেন, সৌদি আরবে বাংলাদেশের তৈরি পোশাকের ও বিপুল চাহিদা রয়েছে, যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। তিনি সৌদি আরবে রফতানি বৃদ্ধির লক্ষ্যে দূতাবাসের পক্ষ থেকে ব্যবসায়ীদের সব ধরণের সাহায্য সহযোগিতা করা হচ্ছে বলে জানান।

বাংলাদেশের ঔষধ কোম্পানি ARISTOPHARMA LTD ও RADIANT Neutraceuticals ও খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান MASUD FISH PROCESSING & ICE COMPLEX LTD. ও Pacific Sea Foods Ltd. মেলায় অংশগ্রহণ করে। দূতাবাসের মিনিস্টার এস এম আনিসুল হক, ইকোনমিক মিনিস্টার মোঃ আবুল হাসান ও প্রথম সচিব (প্রেস) মোঃ ফখরুল ইসলাম মেলা পরিদর্শন করেন ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *