একটা চাদর হবে’র গায়ক- গিটারিস্ট জুটির মৃত্যু সংগীতাঙ্গনে শোকের ছায়া
দেশের সংগীত অঙ্গনে শোকের ছায়া। দুই দিনের ব্যবধানে দেশের সংগীতাঙ্গন হারিয়েছে দুজন গুণী শিল্পীকে। গত বৃহস্পতিবার রাতে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার, গতকাল শুক্রবার বিকেলে গায়ক জেনস সুমন। দুজনের মধ্যে ছিল একটি বিশেষ যোগসূত্র—জনপ্রিয় অ্যালবাম ‘একটা চাদর হবে’। এই অ্যালবামের গায়ক ছিলেন সুমন। গিটার বাজিয়েছিলেন সেলিম হায়দার। তাই তাঁদের মৃত্যু সংগীতজগতে...বিস্তারিত