fbpx
হোম জাতীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু এনসিপির, ১৫ নভেম্বর প্রাথমিক প্রার্থী ঘোষণা
মনোনয়ন ফরম বিক্রি শুরু এনসিপির, ১৫ নভেম্বর প্রাথমিক প্রার্থী ঘোষণা

মনোনয়ন ফরম বিক্রি শুরু এনসিপির, ১৫ নভেম্বর প্রাথমিক প্রার্থী ঘোষণা

0

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফরমের মূল্য ন্যূনতম ১০ হাজার টাকা ও জুলাইযোদ্ধা ও হতাহতদের জন্য দুই হাজার টাকা। এ ছাড়া অনলাইন এবং সরাসরি মনোনয়ন ফরম জমা দেওয়ার সুযোগ রাখছে এনসিপি।

আজ বৃহস্পতিবার বিকেলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য জানায় দলটির ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’।
আগামী নির্বাচনে বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘জুলাই সনদ, সংস্কার বাস্তবায়নের পক্ষে যদি বিএনপি অথবা জামায়াত যেই থাকে, তবে সেই যেকোনো একটি দলের সঙ্গে জোট হতে পারে।’ জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে ৯ দলীয় রাজনীতিক জোট হওয়ার সম্ভাবনার কথাও জানান দলের শীর্ষ এই নেতা।

তাসনিম জারা জানান, প্রার্থীরা তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করতে পারবে।
অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ ও পূরণ করতে পারবেন। এ ছাড়া দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন প্রার্থীরা।

সূত্রঃ কালের কন্ঠ

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *