fbpx
হোম বিনোদন করোনায় ইউজিবির দূত হলেন কোরিওগ্রাফার বুলবুল টুম্পা
করোনায় ইউজিবির দূত হলেন কোরিওগ্রাফার বুলবুল টুম্পা

করোনায় ইউজিবির দূত হলেন কোরিওগ্রাফার বুলবুল টুম্পা

0

কোভিড-১৯ বা করোনা প্রাদুর্ভাবে অসহায় পরিবারকে সহায়তা দিতে এগিয়ে আসছে অস্ট্রেলিয়া ভিত্তিক সংস্থা ইউনাইটেড গ্রুপ অব বাংলাদেশ (ইউজিবি)। এই সংস্থাটি দ্রুত কাজ শুরু করবে বাংলাদেশে না খেয়ে থাকা পরিবারের জন্য।

সংস্থাটির সাথে জড়িত হয়েছে হাজারো প্রবাসী বাংলাদেশিরা। সংস্থাটির মূল লক্ষ্য বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাঙালিরা নিজ নিজ জায়গা থেকে অনলাইনের মাধ্যমে নিজ দেশ এবং দেশের অসচ্ছল পরিবারদের সাহায্যে এগিয়ে আসবে।

আর বাংলাদেশে এই কার্যক্রম দীর্ঘায়িত করার জন্য ব্রান্ড এম্বাসেডর হয়েছেন মডেল কোরিওগ্রাফার বুলবুল টুম্পা। পাশাপাশি মিডিয়া অঙ্গনের বিভিন্ন ব্যাক্তিবর্গ ইউজিবি এর সাথে সংযুক্ত হয়েছেন।

বুলবুল টুম্পা বলেন, এটি নোন প্রফিটবল সংস্থা ও সামাজিক কার্যক্রমের দায়িত্ববোধ থেকে আমি ইউজিবির পাশে থাকার আগ্রহ  প্রকাশ করি। ইউজিবির মাধ্যমে দেশের বিশাল সংখ্যক অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়াতে পারবো। আমরা সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসলে দারিদ্র্য মুক্ত দেশ গড়তে পারবো।

সংস্থাটির ফাউন্ডার এবং সাউদার্ন গ্রুপের ডিরেক্টর কে এইচ বাঁধন জানান, প্রবাসীরা নিজ নিজ জায়গা থেকে মাসে ২ ডলার করে দিবে যা খুব বেশি নয়। আর বাংলাদেশে থাকা সকলেই মাসে ১০০ টাকা বিকাশের মাধ্যমে পাঠাবে। এই টাকার মাধ্যমেই চলবে অসচ্ছলদের জন্য আমাদের প্রজেক্ট। বর্তমানে আমাদের ভলেন্টিয়ার এর সংখ্যা প্রায় ৫০ হাজার । ২ লাখ ভলেন্টিয়ারে উন্নিত হলে আমরা আমাদের কার্যক্রমের যাত্রা শুরু করবো। যা প্রতিমাসে দেশের অসহায় মানুষদের সহায়তা প্রদান করবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *