fbpx
হোম আন্তর্জাতিক আমিরাতে করোনায় আক্রান্ত ১০ হাজার ছাড়িয়েছে
আমিরাতে করোনায় আক্রান্ত ১০ হাজার ছাড়িয়েছে

আমিরাতে করোনায় আক্রান্ত ১০ হাজার ছাড়িয়েছে

0

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস আক্রান্তের ১৯তম দেশ হিসেবে গত ২৯ জানুয়ারি প্রথম সংযুক্ত আরব আমিরাতে হানা দেয়।

আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও মৃতের সংখ্যা তুলনামূলক কম এবং সুস্থ হয়ে বাড়ি ফিরছেন আরো বেশি। গতকাল ২৬ এপ্রিল নতুন আক্রান্তের সংখ্যা ৫৩৬ জন, সুস্থ হয়েছেন ৯১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন।

এনিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১০,৩৪৯ জন। সুস্থ হয়েছেন ১,৯৭৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৯১ জন। এদিকে দীর্ঘ ২৭ দিন পর গতকাল রোববার বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের লকডাউন এলাকা খুলে দেওয়া হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে চলাচলে বিধিনিষেধ আংশিক শিথিল করা হয়েছে।

স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি অবস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পবিত্র রমজান মাস উপলক্ষে এই আদেশ জারি করেন। দুবাই মেট্রো পরিষেবাসহ গণপরিবহন পরিষেবা রোববার থেকে পুনরায় চালু হয়েছে। দুবাই মেট্রো সপ্তাহে ছয়দিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এবং শুক্রবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত সার্ভিস দেবে। ১৩ রুটে বাস চলবে ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত।

জাতীয় জীবাণু মুক্ত করণ কর্মসূচির সময় দু’ঘন্টা কমিয়ে শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পূর্ব ঘোষিত রাত ৮টার পরিবর্তে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত দুবাইয়ে চলাচলে বিধিনিষেধ আংশিক শিথিল করা হয়েছে। তবে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার উপদেশ দেওয়া হয়েছে। এ সময় খাবারের দোকান খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে। সমবায় সুপার মার্কেট, মুদির দোকান, অন্যান্য সুপারমার্কেট এবং ফার্মেসি ২৪ ঘণ্টা পরিচালনা করতে পারবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *