fbpx
হোম রাজনীতি ৩ দফা দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ।
৩ দফা দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ।

৩ দফা দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ।

0
তিন দফা দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ।

 

গণ অধিকার পরিষদের ৩ দফা হচ্ছে ;
১/ তেল-গ্যাসের বর্ধিত দাম ও গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার করতে হবে। ২/ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। ৩/ নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্প মূল্যে মাসিক ভিত্তিতে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
সমাবেশে গণঅধিকার পরিষদ এর আহ্বায়ক অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেন,
দেশে একটা শ্রেণী আছে যাদের রাতে টেনশনে ঘুৃম হয় না। তারা হলো দূর্নীতিবাজরা। আমাদের সমাজে আলেম-ওলামাদের সম্মান করা হলেও এই জুলুমবাজ সরকার দুই হাজারেরও বেশি আলেম-ওলামাকে জেলে বন্দী করে রেখেছে। অন্যায়ভাবে অত্যাচার করেছে। আমাদেরও সাত জন এখনও জেলে রয়েছে,যাদের পরিবার খুবই কষ্টে দিন পার করছে। কিন্তু আমরা হতাশ নই। গণঅধিকার পরিষদের জন্ম হয়েছে এদেশের মানুষের মুক্তির জন্য। স্বাধীনতার ৫০ বছরেও দেশের মানুষ আসল স্বাধীনতা পায়নি। এ দেশের মানুষের কষ্ট দূর করার জন্য,মানুষের অধিকার ফিরিয়ে দিতে শীঘ্রই সকলকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুলহক নুর বলেন,’দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের মাধ্যমে সরকার রাজনৈতিক সংঘাতকে গ্রাম-গঞ্জে ছড়িয়ে দিয়েছে। এই ইউপি নির্বাচনেও ৩২ জন নিহত হয়েছে। নির্বাচন এখন সহিংসতায় রূপ নিয়েছে। এর জন্য হুদা কমিশনকে বিচারের মুখোমুখি করা হবে।সাবেক প্রধানবিচারপতি এসকে সিনহা দেশে থাকতে কেন বিচার করতে পারেননি? এখন নাটক করছেন? গণতন্ত্র হত্যায় বিচারপতি খাইরুল হককেও বিচারের মুখোমুখি করা হবে।
মোদি বিরোধী আন্দোলনে গ্রেফতার ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাদের চোখে মরিচ দিয়ে শাহবাগ থানায় এবং সাম্প্রতিক চট্টগ্রামে ক্রসফায়ারের ভয় দেখিয়ে মিথ্যা স্বীকারোক্তি নেওয়া হয়েছে দাবি করে, অনতিবিলম্বে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান নুরুলহক।
নেতা-কর্মীদেরকে অন্যায়ভাবে হয়রানি না করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নুর বলেন,’ আমরা গণ মানুষের অধিকার আদায়ে যে সংগ্রাম করছি এ সংগ্রাম এদেশের ১৮ কোটি মানুষের। দেশকে রাজনৈতিক সংঘাত-সহিংসতা থেকে বাঁচাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে অবাধ,সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে নুর বলেন, আজকে আমরা তেল-গ্যাসের বর্ধিত দাম ও গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং স্বল্পমূল্যে নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে শহীদ মিনারে এই শান্তিপূর্ণ সমাবেশে সমবেত হয়েছি। এই সরকার ১২ বছরে ১২ বার বিদ্যুৎ, ১৪ বার পানি ও ৯ বার গ্যাসের দাম বাড়িয়েছে।আর এক পয়সাও কোন কিছুর দাম বাড়াতে দেওয়া হবে না। দাবি মানা না হলে পরবর্তীতে জনগণকে সাথে নিয়ে সারাদেশে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *