fbpx
হোম রাজনীতি ইউপি নির্বাচনে বাবা চেয়ারম্যান,ছেলে মেম্বার নির্বাচিত
ইউপি নির্বাচনে বাবা চেয়ারম্যান,ছেলে মেম্বার নির্বাচিত

ইউপি নির্বাচনে বাবা চেয়ারম্যান,ছেলে মেম্বার নির্বাচিত

0

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বাবা চেয়ারম্যান ও ছেলে মেম্বার নির্বাচিত হয়েছেন। নির্বাচনের এমন ফলাফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে মাওলানা খালেদ সাইফুল্লাহ। একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) নির্বাচিত হয়েছেন তার ছেলে মুফতি নুরুল্লাহ খালিদ।

১১ই নভেম্বর (বৃহস্পতিবার) দ্বিতীয় দফা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে ৪ হাজার ৭৬৮ ভোট পেয়ে খালেদ সাইফুল্লাহ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন রাজু ৩ হাজার ৭৯৭ ও নৌকার প্রার্থী নুরুল ইসলাম সাগর ১ হাজার ৫১৩ ভোট পেয়েছেন। এদিকে খালেদ সাইফুল্লাহর ছেলে নুরুল্লাহ খালিদ ৭০০ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন,এ ব্যাপারে খালেদ সাইফুল্লাহ বলেন, আল্লাহর রহমতে সততার সঙ্গে ৫ বছর পরিষদ চালিয়েছি। মানুষকে ন্যায্য অধিকার পাইয়ে দিয়েছি। উৎসবমুখর পরিবেশে তারা আমাকে ও আমার ছেলেকে ভোট দিয়ে জয়ী করেছেন।
Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *