fbpx
হোম অন্যান্য শাহজাদপুরে আয়কর মেলা -২০১৯ উদ্বোধন
শাহজাদপুরে আয়কর মেলা -২০১৯ উদ্বোধন

শাহজাদপুরে আয়কর মেলা -২০১৯ উদ্বোধন

0

“সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর” এই স্লোগানে উপ কর কমিশনার, সার্কেল-১২ (শাহজাদপুর), সিরাজগঞ্জ, কর অঞ্চল-বগুড়ার আয়োজনে মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুইদিন ব্যাপী আয়কর মেলা – ২০১৯ এর শুভ উদ্বোধন হয়েছে।

সকাল ১০টায় উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কেটে মেলার উদ্বোধন করা হয়। মোঃ জাকির হোসেন, অতিরিক্ত কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ-২, সিরাজগঞ্জ কর অঞ্চল-বগুড়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ আসনের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক শিল্প উপ-মন্ত্রী আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। মোঃ রাশিদুল হক খান, কর পরিদর্শক, সার্কেল -১২ শাহজাদপুর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মোঃ শামসুজ্জোহা, উপজেলা নির্বাহী অফিসার, শাহজাদপুর, নাসির উদ্দীন, মেয়র (দায়িত্বপ্রাপ্ত), শাহজাদপুর পৌরসভা, রবিন আকন্দ, সাধারণ সম্পাদক, শাহজাদপুর বণিক সমিতি, মোঃ নাজমুল ইসলাম, সভাপতি আয়কর আইনজীবি সমিতি, সিরাজগঞ্জ, মোঃ আতাউর রহমান, অফিসার ইনচার্জ, শাহজাদপুর থানা প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে সরকারের মেঘা প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে সচেতনভাবে কর প্রদান করার আহবান জানান। তিনি পদ্মা সেতুর উদাহরণ টেনে বলেন, নানামুখী ষড়যন্ত্রের কারনে এই সেতু নির্মান বাধা গ্রস্থ হলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবলের কারনে আজ এই সেতু বাস্তবে পরিলক্ষিত হচ্ছে। যা কেবলমাত্র জনসাধারণের কর প্রদানের কারনেই সম্ভব হয়েছে। তিনি কর অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দকে করদাতাদের সাথে সুন্দর আচরণ করার আহবান জানান।

এ সার্কেলে এবছর মোট কর প্রদানের যোগ্য মোট ৩৯০০ জন। যা গত বছরের তুলনায় ৬০০ জন বেড়েছে। সার্কেল -১২ শাহজাদপুরের কর পরিদর্শক মোঃ রাশিদুল হক খান জানান, মেলার প্রথমদিন মোট করদাতা ৪২২ জন। মোট কর আদয়ের পরিমাণ ১৮,৩৪,৬৪৫ টাকা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *