fbpx
হোম অন্যান্য পাথরঘাটায় বিস্ফোরণে নিহত স্বজনরা পাচ্ছেন ক্ষতিপূরণ
পাথরঘাটায় বিস্ফোরণে নিহত স্বজনরা পাচ্ছেন ক্ষতিপূরণ

পাথরঘাটায় বিস্ফোরণে নিহত স্বজনরা পাচ্ছেন ক্ষতিপূরণ

0

চট্টগ্রামের পাথরঘাটায় বিস্ফোরণে নিহত প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা এবং আহতদের ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা।

পাথরঘাটায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রহস্যজনক এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বড়ুয়া ভবন পরিদর্শন ও হতাহত মানুষের স্বজনদের সান্ত্বনা দিতে পাথরঘাটায় এসেছেন শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম-০৯ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। মঙ্গলবার (১৯ নভেম্বর) তিনি ঘটনাস্থলে পৌঁছেন।

এ সময় তিনি নিহত প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা এবং আহতদের ২০ হাজার টাকা করে দেওয়ার জন্য আওয়ামী লীগ নেতাদের হাতে হস্তান্তর করেন। প্রয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও সাহায্য দেওয়া হবে বলে জানান উপমন্ত্রী।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এ দুর্ঘটনা, উদ্ধার, আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর রাখছেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষা উপমন্ত্রী বলেন, ইতিমধ্যে একাধিক তদন্ত টিম কাজ করছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের তদন্ত প্রতিবেদন জমাও দিয়েছে। এটা ভালো দিক। এ ধরনের প্রতিবেদন মানুষকে সচেতন করে। সব প্রতিবেদন জমা হলে ঘটনার প্রকৃত কারণ, এ ধরনের ঘটনা প্রতিকারের উপায় বা সুপারিশ পাওয়া যাবে।

পাথরঘাটায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করে শিক্ষা উপমন্ত্রী দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে নগরবাসীর সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, নগরের পুরনো ভবনগুলোর গ্যাস, বিদ্যুৎ সংযোগ, লাইন ইত্যাদি পরীক্ষা করা উচিত। একই সঙ্গে সিডিএর নকশা অনুমোদন, অনুমোদিত নকশা অনুযায়ী ভবন তৈরি হয়েছে কিনা ইত্যাদিও নজরদারির আওতায় আনতে হবে।

উল্লেখ্য, রোববার (১৭ নভেম্বর) সকালে বড়ুয়া ভবনের নিচতলায় বিস্ফোরণে নারী, শিশু, পথচারী, রিকশাচালকসহ ৭ জন নিহত হন। আহত হন ৯ জন। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *