fbpx
হোম আন্তর্জাতিক যুদ্ধে জড়ালে ধ্বংস হয়ে যাবে সৌদি: হিজবুল্লাহ
যুদ্ধে জড়ালে ধ্বংস হয়ে যাবে সৌদি: হিজবুল্লাহ

যুদ্ধে জড়ালে ধ্বংস হয়ে যাবে সৌদি: হিজবুল্লাহ

0

হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শুক্রবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে  বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে সৌদি আরব ও আবুধাবি ধ্বংস হয়ে যাবে। হাসান নাসরুল্লাহ বলেন, ‘হুতিদের একটি হামলায় সৌদি তেল স্থাপনার যে বিশাল ক্ষতি হয়েছে তা থেকে একথা অনুমান করা যায় যে, ইরান হামলা শুরু করলে পরিস্থিতি কতো ভয়াবহ আকার ধারণ করবে।’

সম্প্রতি সৌদি আরবের রাষ্ট্রনিয়ন্ত্রিত আরামকোর দুটি তেলক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে আগুন ধরে যায় তেলক্ষেত্রে। আবকাইক ও খুরাইস প্রদেশে অবস্থিত তেলক্ষেত্রে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করছেন, ইরান থেকে এই হামলা করা হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবের তেল স্থাপনায় হামলার জবাব দিতে সৌদিতে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া সংযুক্ত আরব আমিরাতেও সেনা মোতায়েন করবে মার্কিন প্রশাসন।

এমন পরিস্থিতিতে হিজবুল্লাহ মহাসচিব বলেন, দুর্ভিক্ষে আক্রান্ত ইয়েমেনের যেসব নারী ও শিশু সৌদি আগ্রাসনে নিহত হয়েছে আমরা তাদের প্রতি সংহতি প্রকাশ করছি। তিনি বলেন, যারা আজ সৌদি তেল স্থাপনায় হামলার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলেছে তারা ইয়েমেনের নারী ও শিশু হত্যার সময় কেন নীরব থাকে তা বিশ্ববাসী জানতে চায়।

সৌদি আরবের প্রতি ইঙ্গিত করে হিজবুল্লাহর এই নেতা বলেন, যারা ইয়েমেনের নিরপরাধ মানুষ হত্যার ব্যাপারে নীরব থাকে, তেল স্থাপনায় হামলার ব্যাপারে তাদের সরব হয়ে ওঠায় বোঝা যায়, তাদের কাছে রক্তের চেয়ে তেলের দাম বেশি।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *