fbpx
হোম রাজনীতি মানুষকে চরম বিপদে ঠেলে দিচ্ছে সরকার: মির্জা ফখরুল
মানুষকে চরম বিপদে ঠেলে দিচ্ছে সরকার: মির্জা ফখরুল

মানুষকে চরম বিপদে ঠেলে দিচ্ছে সরকার: মির্জা ফখরুল

0

সাধারণ ছুটি না বাড়ানো এবং গণপরিবহন খুলে দিয়ে সরকার দেশকে চরম বিপদের দিকে ঠেলে দিচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর তিনি এই মন্তব্য করেন।

বলেন, সরকার প্রথম থেকেই ভুল সিদ্ধান্ত নিয়েছে। তাদের সমন্বয় নেই কোথাও এবং তাদের সিদ্ধান্তগুলো সম্পূর্ণভাবে অপরিপক্ক, অদূরদৃষ্টিসম্পন্ন ও প্রজ্ঞাবিহীন। কোনো রকম চিন্তা ছাড়া একেবারে দায়িত্বজ্ঞানহীনভাবে এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। আমরা মনে করি সাধারণ ছুটি না বাড়ানো ও গণপরিবহন খুলে দেওয়া একেবারে ভুল সিদ্ধান্ত।

ফখরুল বলেন, দেশের মানুষ আতঙ্কিত হয়ে উঠেছে। যে পরিমাণ পরীক্ষা হচ্ছে দেখা যাচ্ছে যে, প্রতিদিনই সেটা বাড়ছে। আক্রান্তের পরিমাণ বাড়ছে, মৃত্যুর পরিমাণ বাড়ছে।

মির্জা ফখরুল জিয়াউর রহমানের কথা স্মরণ করে বলেন, করোনার সংকটময় মুহূর্তে এই নেতার কথা বার বার মনে হয়। এই ক্ষণজন্মা নেতা আজকে যদি নেতৃত্ব দিতে পারতেন তাহলে হয়তো বাংলাদেশের মানুষকে এত কষ্ট পেতে হতো না।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *