fbpx
হোম আন্তর্জাতিক ভয়াবহ বিস্ফোরণে জ্বলছে আসামের তেল পাইপলাইন
ভয়াবহ বিস্ফোরণে জ্বলছে আসামের তেল পাইপলাইন

ভয়াবহ বিস্ফোরণে জ্বলছে আসামের তেল পাইপলাইন

0

ভারতের আসামে একটি তেলের পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। আসামে চলমান পরিস্থিতি নয়ের দশকের কথা মনে করিয়ে দিচ্ছে।

সে সময় বারবার তেলের পাইপলাইনগুলোকে নিশানা করছিল উলফা। ডিব্রুগড় ও তিনসুকিয়া জেলায় এ ধরনের ঘটনা হয়ে গিয়েছিল গা সওয়া। তবে পরিস্থিতি পালটে গেছে। শান্তি ফিরছে উত্তরপূর্বের অশান্ত রাজ্যটিতে। এ পরিস্থিতিতে ফের পাইপলাইনে বিস্ফোরণ ঘটল ডিব্রুগড় জেলায়।

সর্বশেষ প্রাপ্ত খবর জানা গেছে, বুড়ি দিহিং নদীর মধ্যে দিয়ে যাওয়া একটি পাইপে বিস্ফোরণ ঘটেছে। ফলে ডিব্রুগড় জেলার নাহরকাটিয়ার দীঘলিবিল এলাকার চাচনি গ্রামের কাছেই নদীবক্ষে দাউদাউ করে জ্বলছে আগুন।

স্থানীয়রা বলছেন, শুক্রবার গভীর রাতে বিস্ফোরণটি ঘটেছে। গত তিনদিন ধরেই জ্বলছে আগুন। দমকল, অয়েল ইন্ডিয়া ও ডিব্রুগড় তেল শোধনাগারের কর্তৃপক্ষের কাছে খবর গেলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এক গ্রামবাসীর দাবি, নদীর মধ্যে দিয়ে যাওয়া পাইপটি পানীয় জল সরবরাহের জন্য ব্যবহার করা হয়। কোনোভাবে সেটিতে অয়েল ইন্ডিয়ার দুলিয়াজান প্লান্ট থেকে অপরিশোধিত তেল ঢুকে যায়। তারপরই ঘটে ভয়াবহ  বিস্ফোরণ।

এদিকে,  গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। যেকোনো মুহূর্তে আগুন আরও ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। দুর্ঘটনার পাশাপাশি নাশকতার দিকটিই উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। জলের পাইপে কীভাবে তেল এলো সেই কথাই ভাবিয়ে তুলছে অনেককে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *