fbpx
হোম আন্তর্জাতিক বিধ্বস্ত বৈরুতে সরকারবিরোধী বিক্ষোভ
বিধ্বস্ত বৈরুতে সরকারবিরোধী বিক্ষোভ

বিধ্বস্ত বৈরুতে সরকারবিরোধী বিক্ষোভ

0

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার জেরে গতকাল বৃহস্পতিবার বৈরুতে পার্লামেন্টের কাছে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শুক্রবার (৭ আগস্ট) বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বৈরুতের বন্দরে গত মঙ্গলবার বিশাল বিস্ফোরণের ঘটনা ঘটে। এমন ভয়ংকর বিস্ফোরণ লেবাননের মানুষ আগে কখনো দেখেনি। এই বিস্ফোরণে প্রায় দেড় শ মানুষ প্রাণ হারিয়েছে। আহত হয়েছে প্রায় ৫ হাজার। নিখোঁজ রয়েছেন অনেকে। বিস্ফোরণে ১০ কিলোমিটার এলাকাজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩ লাখের বেশি মানুষ ঘর হারিয়েছে। হাসপাতালগুলো আহত লোকে ভরে গেছে। এই বিস্ফোরণে সরকারের অবহেলাকে দায়ী করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে সাধারণ মানুষ। বৈরুতের বন্দরে বিস্ফোরণের ঘটনার তদন্ত চলছে। দেশটির কর্মকর্তারা এর মধ্যে জানিয়েছেন, কোনো নিরাপত্তাব্যবস্থা ছাড়াই বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ নিয়ে বছরের পর বছর ওই বন্দরে ভেড়ানো একটি রুশ জাহাজই এই বিস্ফোরণের কারণ। ওই রাসায়নিক পদার্থ থেকে বিস্ফোরণ ঘটতে পারে।

তদন্তের অংশ হিসেবে বন্দরের ১৬ ব্যক্তিকে হেফাজতে নিয়েছে কর্তৃপক্ষ। এর আগে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছিল, বিস্ফোরণের ঘটনায় বন্দরের কয়েকজন কর্মকর্তাকে গৃহবন্দী করা হয়েছে। বিস্ফোরণের ঘটনার জেরে দেশটির ১ এমপি ও ১ রাষ্ট্রদূত পদত্যাগ করেছেন।।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *