fbpx
হোম বিনোদন শুরু হয়েছে ‘Skills ‘N’ Thrills 2020′ রেজিষ্ট্রেশন, আপনিও অংশ নিন…
শুরু হয়েছে ‘Skills ‘N’ Thrills 2020′ রেজিষ্ট্রেশন, আপনিও অংশ নিন…

শুরু হয়েছে ‘Skills ‘N’ Thrills 2020′ রেজিষ্ট্রেশন, আপনিও অংশ নিন…

0

ভার্চুয়াল মাধ্যমগুলোকে কাজে লাগিয়ে তরুণের কর্মদক্ষতা, যোগাযোগ, পরিচিতি ইত্যাদি করার পাশাপাশি নতুন প্রজন্মকে বিভিন্ন প্ল্যাটফর্মে দক্ষ করে তোলার জন্য ‘শেয়ার ইওর ট্যালেন্ট’ একটি ইয়ুথ অর্গানাইজেশন হিসেবে অসাধারণ উদ্যোগ হাতে নিয়েছে।

যাদের সর্বপ্রথম আয়োজন ‘Skills ‘N’ Thrills – 2020’। এটি একটি অনলাইন ইভেন্ট। এই ইভেন্টে থাকছে – নাচ, গান, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, একক নাট্য ও ফটোগ্রাফি এই ছয়টি সেগমেন্টে নিজের যোগ্যতা যাচাইয়ের এক ভিন্নধর্মী  প্রতিযোগীতা।

আর এই ছয়টি সেগমেন্টের মাধ্যমে অংশগ্রহনকারীদের প্রতিভা মূল্যায়ন করার জন্য বিচারক হিসেবে থাকছে জান্নাতুল ফেরদৌস ঐশী ( মিস বাংলাদেশ ২০১৮), মৌমিতা তাসরিন নদী ( চ্যানেল আই সেরা কন্ঠের ২য় রানার আপ), চিত্রশিল্পী চারু পিন্টু, নাট্য নির্দেশক শামীম সাগর, নাট্য নির্দেশক ও সংগঠক পালাকার আমিনুর রহমান মুকুল। এছাড়াও এই কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদসহ আরও অনেকে।

চুড়ান্ত বাছাই শেষে চ্যাম্পিয়ন ও অন্যান্য বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকবে মোট ২৫ হাজার টাকার প্রাইজমানি। এছাড়াও বিজয়ীদের জন্য রয়েছে সার্টিফিকেট, মেডেল নির্ধারণ এবং অংশগ্রহনকারী সকলের জন্য সার্টিফিকেটসহ বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার।

‘শেয়ার ইওর ট্যালেন্ট’র বিশেষ উদ্দেশ্য যারা উপরোক্ত সেগমেন্টে আগ্রহী নয়, তারাও যাতে এই লকডাউন সময়টাকে কাজে লাগাতে পারে, সেই জন্য ‘Skills ‘N’ Thrills 2020’র ইভেন্টে রিপ্রেজেনটেটিভ হিসেবে ১০০ জনকে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।

সংগঠনের ফাউন্ডার হিসেবে যারা কাজ করছেন তারা হলেন, আরমীন মজুমদার লাবণ্য, সালমান আল-মামুন হৃদয়, জুহায়ের তাহমিদ রহমান, লাবনী সরকার, ওয়াহিদুল হক শাফিন, রনি আহাম্মেদ, হিমাদ্র কাজী, ফাবিহা সানজিদা নওশিন।

উদ্যোক্তা সালমান আল-মামুন হৃদয় জানান, বিগত এক দশকে আমরা দেখেছি, অনেকেই বড় পর্দায় গিয়ে নিজেকে প্রমাণ করতে দ্বিধা বোধ করে। তাছাড়া অনেকে এই করোনাকালীন সময়ে ঘরে বসে যাতে নিজেকে প্রমাণ করার সুযোগটি না হারায়, সেই লক্ষ্য নিয়েই ‘শেয়ার ইওর টেলেন্ট’র যাত্রা।

ইভেন্টে অংশ নেয়ার প্রক্রিয়া ও রেজিষ্ট্রেশন নিয়ম সম্পর্কিত বিস্তারিত তথ্য জানুন নিচের লিংক থেকে। লিংক…

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfAuFkIO70IySG_Mj5ZVDXOmUUpKcPYyXfv40JkXSs2ZLSWvw/viewform

Like
Like Love Haha Wow Sad Angry
311

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *