fbpx
হোম রাজনীতি বাধ্য হয়ে নৌকার প্রার্থীর সভায় শ্রমিক-ভাতাভোগী
বাধ্য হয়ে নৌকার প্রার্থীর সভায় শ্রমিক-ভাতাভোগী

বাধ্য হয়ে নৌকার প্রার্থীর সভায় শ্রমিক-ভাতাভোগী

0

আচরণবিধি লঙ্ঘন
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ডুমুরিয়ায় সড়ক মেরামত কর্মসূচির কাজ বন্ধ রেখে নৌকার প্রার্থীর পথসভায় অংশ নিতে শ্রমিক-ভাতাভোগীদের বাধ্য করা হয়েছে। মাগুরখালী ইউনিয়ন চেয়ারম্যানের নির্দেশে গতকাল রোববার এ ঘটনা ঘটে। মেহেরপুর-১ আসনে নৌকার প্রার্থী ফরহাদ হোসেনের প্রচারে অংশ নেওয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মচারীকে শোকজ করা হয়েছে। বগুড়া-৭ আসনে নৌকা মার্কায় ভোট না দিলে ভোটার আইডি থেকে নাম কাটার হুমকি দিয়েছেন আওয়মী লীগ নেতা। এ ছাড়া আরও চার আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ও শোকজের ঘটনা ঘটেছে।
খুলনা-৫ আসনের ডুমুরিয়ায় সড়ক মেরামত কর্মসূচির কাজ বন্ধ রেখে ৯ ওয়ার্ডের সব শ্রমিক, গ্রাম পুলিশ, বিধবা ও বয়স্ক ভাতাভোগীদের নৌকার প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দের পথসভায় অংশ নিতে বাধ্য করা হয়েছে। গতকাল রোববার মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার নির্দেশে এ ঘটনা ঘটে।
গতকাল মাগুরখালী ইউনিয়নে তিনটি পথসভা করেন নারায়ণ। সরেজমিন জানা যায়, এসব পথসভায় হাজির থাকতে অতিদরিদ্র ১৪০ জন শ্রমিককে ছুটি দেওয়া হয়। এ ছাড়া ইউনিয়নের ১১ জন গ্রাম পুলিশ, বিধবা ও বয়স্ক ভাতাভোগীদের পথসভায় হাজির থাকার নির্দেশ দেন চেয়ারম্যান। ফলে গতকাল সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে কোনো শ্রমিককে গ্রামীণ সড়কে কাজ করতে দেখা যায়নি।
কয়েকজন শ্রমিক ও একাধিক ভাতাভোগী জানান, সকাল সাড়ে ১১টায় ইউনিয়নের ঝরঝরিয়া স্কুল মাঠে নৌকার প্রার্থীর পথসভা ছিল। তাতে অংশ নিতে নির্দেশ দেন ইউপি চেয়রম্যান ও ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মনোজ সরকার। এ জন্য তারা কাজে যাননি। পথসভায় হাজির না হলে ভাতা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। তবে ইউপি মেম্বার মনোজ সরকারের দাবি, শ্রমিকরা সবাই কাজ করেছেন।
এক ইউপি সদস্য ও একজন অবসরপ্রাপ্ত শিক্ষক স্বীকার করেন, পথসভার কারণে ৯টি ওয়ার্ডের কোনো শ্রমিক কাজ করেননি। গ্রাম পুলিশ, বিধবা ও বয়স্ক ভাতাভোগীরা নৌকার পথসভায় উপস্থিত ছিলেন। চেয়ারম্যান বিমল কৃষ্ণকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, শ্রমিকরা সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাজ করেননি বলে শুনেছি। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফরহাদ হোসেনের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মচারী সাইদুর রহমানকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। সাইদুর মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের বাসিন্দা ও চুয়াডাঙ্গা জেলা পল্লি সঞ্চয় অফিসের মাঠ সহকারী। আজ সোমবার সশরীরে আদালতে হাজির হয়ে তাঁকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
বগুড়া-৭ আসনে নৌকার প্রার্থী ডা. মোস্তফা আলম নান্নুকে ভোট না দিলে ভোটার আইডি থেকে নাম কেটে নেওয়ার হুমকি দিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু। গত শুক্রবার শাজাহানপুর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নৌকার নির্বাচনী জনসভায় তিনি এ হুমকি দেন। তাঁর বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ৪ মিনিট ৩ সেকেন্ডের ওই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলাদের সম্মানের আসনে বসিয়েছেন। শেখ হাসিনার মার্কায় (নৌকা) ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দেবেন? ভোটার আইডি থেকে আপনার নাম আবার কর্তন হয়ে যাবে।’
তবে অভিযুক্ত দুলুর দাবি, কাউকে হুমকি দেওয়ার জন্য তিনি ওই বক্তব্য দেননি। বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এমন বক্তব্য নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ফের শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। গত শনিবার নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আহমেদ সাইদ এ নোটিশ দেন। নোটিশ জারির ৪৮ ঘণ্টার মধ্যে কমিটির কাছে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৬ ডিসেম্বর বরগুনার তালতলীর কড়ইবাড়িয়া ইউনিয়নে এক সভায় শম্ভু স্বতন্ত্র প্রার্থীদের ইবলিশ, ইডিয়েট ও মোনাফেক আখ্যায়িত করেন।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে নৌকা মার্কার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের নির্বাচনী সভায় ভূরিভোজের আয়োজন করছেন। গতকালও বাইগুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী সভা শেষে ভূরিভোজ করানো হয়। তবে অভিযুক্ত প্রার্থীর দাবি, কেউ নিজ উদ্যোগে খাবার খাওয়ালে তিনি দায়ী নন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের ঈগল প্রতীককে ব্যঙ্গ করা ও তাঁর লোকজনকে হুমকি দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ দারাকে শোকজ করা হয়েছে। আজ সোমবার আদালতে হাজির হয়ে তাঁকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে নৌকার প্রার্থী সেলিমা আহমাদ মেরীর পক্ষে প্রচার চালানোর অভিযোগে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর কুমিল্লার সহকারী প্রকৌশলী শফিকুল ইসলামকে গতকাল শোকজ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার আদালতে হাজির হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
কিশোরগঞ্জ-১ (হোসেনপুর) আসন থেকে গণতন্ত্রী পার্টির প্রার্থী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র ভৌমিক দোলনের দুটি রিকশা থেকে মাইক খুলে নিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) নসিতাতুল ইসলাম।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে নৌকার প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের একাধিক তোরণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের কান্দারচর মণ্ডলপাড়া এলাকায় নির্মিত তোরণটি গুঁড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তোরণ নির্মাণকারী ছাত্রলীগ নেতা আনিসুর রহমানের কাছ থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জামান চৌধুরী বলেন, নির্বাচনী প্রচারণায় গেট ও প্রতীকের তোরণ নির্মাণ করা যাবে না; এটি আচরণবিধি লঙ্ঘন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *