fbpx
হোম জাতীয় দেশে করোনায় আরও ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ১,০৪১
দেশে করোনায় আরও ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ১,০৪১

দেশে করোনায় আরও ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ১,০৪১

0

দিন যতো যাচ্ছে বাংলাদেশে করোনা ভাইরাসের ভয়াবহ থাবা আরও ব্যাপক আকারে বিস্তার লাভ করছে। আক্রান্ত ও মৃত্যু সংখ্যা প্রথমদিকে যতোটা কম ছিলো এখন তা বেড়ে চরম পর্যায়ে পৌঁছেছে। সর্বশেষ গতকাল সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। আক্রান্ত ১,১৬২, মৃত্যু ১৯ জন।

আজও করোনায় দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের । এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮৩।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১,০৪১  জন। ফলে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৮৬৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে আজ দুপুরে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, দেশে ২৪ ঘন্টায় আরও ৭ হাজার ৩৯২ জনের নমুনা পরীক্ষা করে ১,০৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৪ জন মারা যাওয়ার মধ্যে ১১ জন পুরুষ, ৩ জন মহিলা।

তিনি করোনা থেকে নিজেদের রক্ষার জন্য আবারও জণগনকে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ জানান। বলেন, সচেতনতার বিকল্প কোনো উপায় করোনা থেকে বাঁচার রাস্তা নেই। বিশেষ করে ধুমপান না করতে সতর্ক করেন। সুতরাং ঘরে থাকুন, সামাজিক দুরত্ব মেনে চলুন এবং সুস্থ থাকুন।

সম্পূর্ন ব্রিফিং দেখতে চোখ রাখুন চেঞ্জ টিভি’র ইউটিউবে…https://www.youtube.com/channel/UCWzOfBhVmuRmAd5bzxXP2CA/featured

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *