fbpx
হোম বিনোদন করোনা দুর্যোগে চিরকুট ব্যান্ডের অসাধারণ উদ্যোগ
করোনা দুর্যোগে চিরকুট ব্যান্ডের অসাধারণ উদ্যোগ

করোনা দুর্যোগে চিরকুট ব্যান্ডের অসাধারণ উদ্যোগ

0

ভয়াবহ করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী এক আয়োজন করছে দাতব্য সংস্থা ‘অকশন ফর অ্যাকশন’। এখানে নিলামের সুবাদে দেশের জনপ্রিয় তারকাদের প্রিয় জিনিস নিলামে তুলে অর্থ সংগ্রহ করা হয়। প্রাপ্ত অর্থ তারকার পছন্দের প্রতিষ্ঠানে অনুদান হিসাবে দেওয়া হচ্ছে।

তাই এবার ১০ লাখ টাকায় বিক্রি হলো চিরকুট ব্যান্ডের সুমীর নথ, পাভেলের ড্রামস কিট এবং ইমনের মেন্ডোলিন। গতকাল রাতে ‘অকশন ফর অ্যাকশন’ র্শীষক অনলাইন নিলামে এগুলো কিনেছেন অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ নামে একটি প্রতিষ্ঠানের কর্ণধার অস্ট্রেলিয়ান প্রবাসী জায়েদি সজীব।

চিরকুট’র গায়িকা শারমীন সুলতানা সুমী বলেন, আজ চিরকুটের গৌরব ও আনন্দের দিন। ব্যান্ড মিউজিককে যারা ভালোবাসেন, তাদের জন্যও সুখবরের দিন হতে পারে। মানুষের এই বিপর্যয়গ্রস্ত সময়ে চিরকুট থেকে আমাদের প্রিয় কিছু জিনিস নিলামে ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে।

 

চিরকুট ব্যান্ডের পেজে তারা তাদের অনুভূতি জানিয়ে একটি স্ট্যাটাস দেন। সেটি তুলে ধরা হলো…

‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে,

মানুষের এই বিপর্যয়গ্রস্ত সময়ে চিরকুট থেকে
আমাদের প্রিয় কিছু জিনিস নিলামে দিয়েছিলাম।
গতরাতে সেগুলো “অকশন ফর এ্যাকশন” শো’তে

১০ লক্ষ টাকায় বিক্রি হয়েছে!!

আমরা অভিভূত!
এই ১০ লক্ষ টাকা এই মুহূর্তে আমাদের জন্য ১০ কোটি টাকার চেয়েও মূল্যবান। আমরা ঠিক করেছি এই টাকাটা ২০টি পরিবারকে ১০ হাজার করে ৫ মাসের খরচ হিসেবে দেব। টাকাটা এই সময়ে কর্মহীন হয়ে পড়া কিছু মিউজিশিয়ান এবং ক্লিন টাঙ্গাইল ও স্পৃহা ফাউন্ডেশনের মাধ্যমে কিছু পরিবারকে দেয়ার প্ল্যান করছি।

আন্তরিক ধন্যবাদ সজীব ভাই এবং ABCx Australia-কে মানুষের সেবায় এভাবে এগিয়ে আসার জন্য। Arif R Hossain ভাই, Prito Reza এবং Chisti Iqbal ভাই, এ দারুণ উদ্যোগের জন্য অভিবাদন এবং ভালোবাসা জানবেন। আমরা জেনেছি গার্মেন্টস, স্টুডেন্টস ক্লাব এবং বিভিন্ন দেশ থেকে অনেকেই বিডিং-এ অংশ নিয়েছেন। দুবাইয়ের একজন বোনের আবদার পূরণ করতে তাঁর বোনের বিয়েতে সুমি আপুর নথটা গিফট করতে চেয়ে বিড করেছিলেন। তাঁদের সবাইকে অন্তরের অন্ত:স্থল থেকে কৃতজ্ঞতা!

এ অন্ধকার কাটবে নিশ্চয়!’

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *