fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ: এগিয়ে এলো শুনানি
তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ: এগিয়ে এলো শুনানি

তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ: এগিয়ে এলো শুনানি

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার আবেদনের শুনানি কার্যতালিতায় এগিয়ে এনেছেন আপিল বিভাগ। সোমবার (১৪ আগস্ট) বিষয়টির শুনানি জন্য কার্যতালিকায় ১২০০ এরপর ছিল।
সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগে দ্রুত শুনানির আবেদন করেন আইনজীবী মহসিন রশীদ।
আদালতে ব্যারিস্টার ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দায়ের করা আবেদনটি দ্রুত শুনানির আবেদন করেন অ্যাডভোকেট মোহসীন রশিদ। এসময় বিএনপিপন্থি আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৫ জুন ব্যারিস্টার ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানির জন্য ১৪ আগস্ট দিন ধার্য করেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ দিন ধার্য করেন।
গত ২১ মে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের দেওয়া এক বক্তব্য ২৪ মে প্রধান বিচারপতির নজরে আনেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। ওইদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম দৈনিক মানবজমিনে প্রকাশিত মেয়র তাপসের বক্তব্য পড়ে শোনান।

 

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *