fbpx
হোম আন্তর্জাতিক জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল

0

ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নিয়েছে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সোমবার সকালে রাজ্যসভায় এ-সংক্রান্ত ঘোষণা দেন। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

জম্মু ও কাশ্মীরকে পুনর্গঠিত করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। তার একটি জম্মু-কাশ্মীর, অন্যটি লাদাখ। উল্লেখ্য, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল।

গতকাল রোববার মধ্যরাতে জম্মু ও কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে গৃহবন্দী করা হয়। এ ছাড়া পিপলস কনফারেন্সের প্রধান সাবেক বিধায়ক সাজ্জাদ লোনও গৃহবন্দী হন। গ্রেপ্তার করা হয় সিপিএম নেতা ইউসুফ তারিগামি ও কংগ্রেস নেতা উসমান মজিদকে। অনির্দিষ্টকালের জন্য জারি করা হয় কারফিউ।

জম্মু ও কাশ্মীরে কদিন ধরেই উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। গত সপ্তাহে হঠাৎ বন্ধ করে দেওয়া হয় অমরনাথযাত্রা। বাড়ানো হয় নিরাপত্তা। সন্ত্রাসী হামলার আতঙ্কে জারি করা হয় নিরাপত্তা সতর্কতা।

কেন্দ্রীয় সরকারের এসব তৎপরতায় জম্মু ও কাশ্মীরে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। আতঙ্কে লোকজন জম্মু ও কাশ্মীর ছাড়তে থাকে।

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল প্রসঙ্গে চেঞ্জ টিভির বিশ্লেষণধর্মী ‘আন্তর্জাতিক আকাশ’ ভিডিও লিংক দেখুন:  https://www.youtube.com/watch?v=FlsJ46rnZNQ

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *