fbpx
হোম আন্তর্জাতিক গ্রিসে ভয়াবহ নৌকাডুবি, ৭৯ অভিবাসীর মৃত্যু
গ্রিসে ভয়াবহ নৌকাডুবি, ৭৯ অভিবাসীর মৃত্যু

গ্রিসে ভয়াবহ নৌকাডুবি, ৭৯ অভিবাসীর মৃত্যু

0

ইতোমধ্যে শতাধিক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে
গ্রিসের দক্ষিণ উপকূলে অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় বিভিন্ন দেশের শতাধিক নাগরিককে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। এতে এখনো নিখোঁজ রয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
গতকাল বুধবার গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, নৌকাটি পাইলোসের দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় ডুবে যায়। দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তা জটিল হয়ে পড়েছে। ছয়টি কোস্টগার্ড জাহাজ, একটি নৌবাহিনীর ফ্রিগেট, একটি সামরিক যান ও একটি বিমানবাহিনীর হেলিকপ্টারসহ বেশ কয়েকটি ব্যক্তিগত জাহাজ নিখোঁজদের সন্ধানে কাজ করছে।
উদ্ধারকারীরা ইতোমধ্যে ১০৪ জনকে উদ্ধার করেছে। এদের মধ্যে অনেকে মিশর, সিরিয়া, পাকিস্তান, আফগান ও ফিলিস্তিনের নাগরিক।
গ্রিক কোস্টগার্ডের মুখপাত্র নিকোস অ্যালেক্সিউ দেশটির রাষ্ট্রীয় ইআরটি টিভিকে বলেন, এটি ভূমধ্যসাগরে এখন পর্যন্ত সবচেয়ে বড় অপারেশনগুলোর মধ্যে একটি। আমরা নিখোঁজদের খোঁজা বন্ধ করবো না।
এ দিকে, জীবিতদের মধ্যে চারজনকে গ্রিসের কালামাটা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতালিগামী নৌকাটি পূর্ব লিবিয়ার টোব্রুক এলাকা থেকে যাত্রা করেছিল বলে ধারণা করছে কোস্টগার্ড।
লিবিয়া থেকে ইউরোপ পাড়ি দেওয়ার একটি সাধারণ রুট হচ্ছে ভূমধ্যসাগর। জীবনের ঝুঁকি নিয়ে প্রায়ই এই পথে ইউরোপ পাড়ি দেওয়ার চেষ্টা করেন অভিবাসনপ্রত্যাশীরা। সেখানে প্রায়ই শোনা যায় এমন দুর্ঘটনার খবর। সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *