fbpx
হোম জাতীয় মে মাসে ৪৯৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৮
মে মাসে ৪৯৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৮

মে মাসে ৪৯৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৮

0

বিদায়ী মে মাসে সারাদেশে রেল, নৌ ও সড়কে ৪৯৬টি দুর্ঘটনায় ৪৬৮ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৭৭৯ জন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
বুধবার (১৪ জুন) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার খবর মনিটরিং করে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।
প্রতিবেদনে বলা হয়, সারাদেশে মে মাসে ৪৯৬টি সড়ক দুর্ঘটনায় ৪৬৮ জন নিহত এবং ৭৬৯ জন আহত হয়েছেন। একই সময় রেলপথে ৫০টি দুর্ঘটনায় ৪৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।
এ ছাড়া নৌপথে ১৮টি দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। আর সবচেয়ে কম সড়ক ঘটেছে সিলেট বিভাগে।
এই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৮১ জন নিহত এবং ১১৪ জন আহত হয়েছেন। যা মোট নিহতের ৩৮ দশমিক ৬৭ শতাংশ ও আহতের ১৪ দশমিক ৮২ শতাংশ।
দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত যাত্রী বহন, যাত্রীদের অসতর্কতা, মহাসড়কে মোটরসাইকেলের অবাধ চলাচল, অদক্ষ চালক, মহাসড়কের নির্মাণ ত্রুটি ও যানবাহনের ত্রুটিসহ বেশ কিছু বিষয় উল্লেখ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *