fbpx
হোম অনুসন্ধান কিমের কোরিয়ায় করোনা আক্রান্ত কর্মকর্তাকে গুলি করে হত্যা
কিমের কোরিয়ায় করোনা আক্রান্ত কর্মকর্তাকে গুলি করে হত্যা

কিমের কোরিয়ায় করোনা আক্রান্ত কর্মকর্তাকে গুলি করে হত্যা

0

উত্তর কোরিয়ায় সন্দেহভাজন করোনা ভাইরাস আক্রান্ত এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। কোয়ারেন্টাইন শর্ত ভঙ্গ করায় তাকে মারা হয়।

সম্প্রতি চীন থেকে দেশে ফিরেছিলেন ওই সরকারি কর্মকর্তা। করোনা ভাইরাস মোকাবেলায় পূর্ব সতর্কতা হিসেবে তাকে হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল।

উত্তর কোরিয়ার সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার দৈনিক ডং-এর প্রতিবেদনে বলা হয়, কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় চিকিৎসককে না জানিয়ে ওই ব্যক্তি গণশৌচাগারে গিয়েছিলেন। শৌচাগার থেকে বের হলেই গ্রেপ্তার হন তিনি। এরপর করোনা ভাইরাস বিস্তারের আশঙ্কায় ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে গুলি করে হত্যা করা হয়।

নিহত ব্যক্তি উত্তর কোরিয়ার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে কাজ করেছিলেন। সম্প্রতি তিনি চীন থেকে দেশে ফিরেন।

উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ এফএওকে বলেছে যে, দেশটিতে নতুন কোনো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী নেই। তবে দেশটির কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, করোনা ভাইরাস সন্দেহে কয়েকজনকে পৃথক করে রাখা হয়েছে।

এদিকে ভাইরাস যেন ছড়াতে না পারে সে জন্য উত্তর কোরিয়া কর্তৃপক্ষ কিছু ব্যবস্থা নিয়েছে। তারা চীনের সব সীমান্ত বন্ধ করে দিয়েছে। এছাড়া সমস্ত বিদেশি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। সেই সঙ্গে দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে যারা প্রবেশ করছেন তাদের পরীক্ষা করা হচ্ছে।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এক সামরিক আইন জারি করেছেন। যেখানে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী ১৪ দিন নয়, সন্দেহভাজনকে ৩০ দিন পর্যন্ত কোয়ারেন্টাইন করে রাখতে হবে। বিশেষ করে অনুমতি ছাড়া কোয়ারেন্টাইন থেকে যে বের হবেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *