fbpx
হোম আন্তর্জাতিক এবার ইঁদুরের ভাইরাসে নাইজেরিয়ায় ৭০ জনের মৃত্যু
এবার ইঁদুরের ভাইরাসে নাইজেরিয়ায় ৭০ জনের মৃত্যু

এবার ইঁদুরের ভাইরাসে নাইজেরিয়ায় ৭০ জনের মৃত্যু

0

করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮৩ জনে । অন্যদিকে ইঁদুর থেকে ছড়িয়ে পড়া লাসা জ্বরে আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ৭০ জনের মৃত্যু হয়েছে ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দেশটির রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (এনসিডিসি) বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ।

এনসিডিসি জানিয়েছে, নাইজেরিয়ার ৩ টি প্রদেশে লাসা জ্বর ভয়াবহ আকারে ধারণ করেছে । বৃহস্পতিবার পর্যন্ত দেশটির তিন প্রদেশে এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে । এছাড়া অন্ডো, ডেলটা ও কাদুনা রাজ্যে চারজন স্বাস্থ্যকর্মী নতুন করে লাসা জ্বরে আক্রান্ত হয়েছে ।
চিকিৎসকরা বলছেন, খাবার, মলমূত্র ও গৃহস্থালি জিনিসপত্রের মাধ্যমে মানুষের শরীরে লাসা জ্বর ছড়ায় । ৮০ শতাংশ ক্ষেত্রে এই জ্বর প্রাণঘাতী নয় । এতে আক্রান্ত হলে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি মাথাব্যথা, মুখে ঘা, মাংসপেশিতে ব্যথা ও ত্বকের নিচে রক্তক্ষরণ হয় ।
Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *