fbpx
হোম বিনোদন এক যুগ পরে সোহাগের কণ্ঠে ‘লাল শাড়ি-২’
এক যুগ পরে সোহাগের কণ্ঠে ‘লাল শাড়ি-২’

এক যুগ পরে সোহাগের কণ্ঠে ‘লাল শাড়ি-২’

0

এক যুগেরও বেশি সময় পরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘লাল শাড়ি-২’ প্রকাশ করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সোহাগ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তৈরী পোশাক কোম্পানি ব্লু ড্রিমের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি।

‘লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়/ আমার চোখের জল মিশাইলা নিলানা বিদায়’- বিরহ ঘরানার এই গানটি শোনেননি এমন শ্রোতা খুব কম। জনপ্রিয় গানটি ২০০৫ সালে প্রকাশিত হয় কণ্ঠশিল্পী সোহাগের কণ্ঠে। ‘রক্ত আলতা পায়’ শিরোনামের একক অ্যালবামের গান ছিলো এটি।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ৫টায় ব্লু ড্রিমের অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেক কেটে গানটির আনুষ্ঠানিক মুক্তি ঘোষণা করেন ব্লু ড্রিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্বপ্নীল চৌধুরী সোহাগ।

ব্লু ড্রিম গ্রুপের ইউটিউব চ্যানেল থেকে প্রথমবারের মতো গান মুক্তি দেওয়া হলো।মেহেদী হাসান লিম’র কথায় গানের সুর করেছেন শিল্পী সোহাগ নিজেই। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন শামীম এবং তিশা।

চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, গানটির ভিডিও ধারণসহ সব কিছুতেই ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে। এটি একটি পোশাক কোম্পানি হলেও এখন থেকে ভালো শিল্পীদের নিয়ে কাজ করবে।

শিল্পী সোহাগ জানান, দর্শকদের মনে রাখার মত একটা গান হবে আশা করি । এই গানটি লাল শাড়ির পার্ট-১ কেও ছাড়িয়ে যাবে। আমার যারা ভক্ত আছেন যারা আমাকে ভালবাসেন, অবশ্যই তারা গানটি শুনবেন।

লিংক…https://www.youtube.com/watch?v=7jfSy-9b4s0

Like
Like Love Haha Wow Sad Angry
55

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *