fbpx
হোম রাজনীতি এইচ টি ইমামকে শেষ বিদায় জানালেন সিরাজগঞ্জবাসী
এইচ টি ইমামকে শেষ বিদায় জানালেন সিরাজগঞ্জবাসী

এইচ টি ইমামকে শেষ বিদায় জানালেন সিরাজগঞ্জবাসী

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামকে চোখের জলে শেষ বিদায় জানালেন সিরাজগঞ্জবাসী। বৃহস্পতিবার সকালে সামরিক বাহিনীর বিশেষ হেলিকপ্টারে মরদেহ উল্লাপাড়ার সোনতলা গ্রামে নেওয়া হয়।
এসময় হাজার হাজার জনতা তাদের প্রিয় মানুষটিকে একনজর দেখার জন্য ভিড় জমান। সেখান থেকে তাঁর মরদেহ নেওয়া হয় সরকারি আকবর আলী কলেজ মাঠে। সেখানেই দুপুর পৌনে ১২টায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এইচ টি ইমামের মরদেহকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয় এবং তার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় মরহুমের ছেলে স্থানীয় সাংসদ তানভীর ইমাম উপস্থিত জনতার উদ্দেশ্যে আবেগতাড়িত বক্তব্যে তার বাবার জন্য দোয়া কামনা করেন। উল্লাপাড়ায় জানাজা শেষে মরদেহ পুনরায় ঢাকায় নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এইচ টি ইমাম বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ফুসফুস, কিডনি, হৃদ্‌রোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
তিনি ছিলেন দেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। প্রথমে জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। পরে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিযুক্ত হন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *