fbpx
হোম বিনোদন উপস্থাপক জয়ের বিব্রতকর প্রশ্ন; নিন্দার ঝড়
উপস্থাপক জয়ের বিব্রতকর প্রশ্ন; নিন্দার ঝড়

উপস্থাপক জয়ের বিব্রতকর প্রশ্ন; নিন্দার ঝড়

0

সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের ‘জীবনের গল্প’ নামক একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৯ এর দুই গানরাজ লাবিবা ও শফিকুলকে লাইভে আনার পর একটি মন্তব্যকে ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা।

জয়ের ওই অনুষ্ঠানের ১৮ তম পর্বে সিনেমার দৃশ্যের মতো করে লাবিবাকে শফিকুলের প্রেমের প্রস্তাব প্রশ্নে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ধরনের ট্রল ও বিরুপ মন্তব্য। পাশাপাশি সেগুলো নিয়ে আবার ইউটিউবাররা বানাচ্ছেন নানা কনটেন্ট। তারই সূ্ত্র ধরে এবার চ্যানেল আই-২০১৩ এর আর এক ক্ষুদে গানরাজ সজীব দাস ফেসবুকে এর প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। চেঞ্জ টিভি’র পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো,

 

‘স্যার শাহরিয়ার নাজিম জয় আপনাকে অনেক সন্মান করতাম।

আমি যখন ক্ষুদে গানরাজে ছিলাম তখন একটা গান করেছিলাম গানটা বেশ জনপ্রিয়তা পেয়েছিলো গানটার নাম ছিলো ও কারিগর দয়ার সাগর। শুধু মাত্র ক্ষুদে গানরাজে ভালো করতে হবে বলে মুখস্ত বিদ্যার মত করে গেয়ে দিয়েছিলাম। সেদিন বিচারকগণ খুব ভালো বলেছিলেন গানটা শুনে।

কিন্তু গানের কথায় ঢোকার বা গানটাকে feel করার ক্ষমতা আমার ছিলো না। আরও গেয়েছিলাম তুমি যে আমার কবিতা, ওরে আমার পাগল মন চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন, একাকী মন আজ নিরবে বিবাগী, তোমার অনুভবে বা কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা জানেনা এই মনটা এই ধরনের গানের ভাষা বোঝার ক্ষমতা আমার ছিলো না। শুধু মাত্র পরীক্ষায় পাশ করতে হবে বলে গেয়ে দিয়েছিলাম। ১৩-১৪ বছর বয়সে একটা ছেলে-মেয়ের জীবনে প্রেম বা ভালোবাসা নামক অনুভূতিটুকু আসার কথাও না।

এবার আসি কথায় ৷
এখানে যিনি উপস্থাপনায় রয়েছেন তাঁকে কিছু কথা সন্মান করেই বলবো। মালিহার বয়স ১৬-১৭, লাবিবার বয়স ১২-১৩ শফিকের বয়স ১২-১৪ এর মধ্যে। আমি জানিনা এই বয়সে প্রেম বা প্রেমের প্রস্তাবের বিষয়টা স্যার জয় আপনি বুঝতেন কিনা। বা আপনি কি এদের বয়স থেকে পাকাপোক্ত ছিলেন কিনা।

তবে এখানে আমার আমার ছোট বোন আর একটা ছোট ভাই আছে যাদের আমি খুব আদর করি। তাই সিনেমা বানালে আপনার ঘরেও সন্তান আছে তাদেরকে এই প্রশ্নটুকু বাবা হিসেবে করে দেখবেন এবং তাতে উত্তর আপনি কি পান। এই ছোট্ট ছেলে মেয়ে গুলোকে আপনার এই সব ফালতু প্রশ্ন করা উচিৎ হয়েছে কিনা নিজের বিবেককে জিজ্ঞেস করবেন।

আপনার ১৮+ প্রশ্ন গুলো ১৮+ মানুষ গুলোকেই করবেন।
আপনার মতো একজন গুনী অভিনেতার মুখে এই ধরনের প্রশ্ন মানায় না।
এই বাচ্চাগুলারে জনগনের সামনে এভাবে তুলে ধরবেন না প্লিজ।
তাতে ওদের কতটুকু সন্মান কমবে তা জানিনা। তবে আপনার সন্মান কিন্তু বারবে না। কথাটা মাথায় রাখবেন।’

এ প্রসঙ্গে চেঞ্জ টিভি’কে সঙ্গীত পরিচালক ইথুন বাবু বলেন, সব সময় জেনে আসছি ছোটরা বড়দের কে অনুকরণ করে, এবং বড়দের কাছ থেকে শিখে। ছোটদের কে নিয়ে কেমন অনুষ্ঠান করতে হয় জয় সেটা উপলব্ধি করতে পারেনি, আমার কাছে তাই মনে হয়েছে ।

 

এ প্রসঙ্গে শিল্পী সজীবের সেই পোস্টে বিভিন্ন শিল্পীরা ও বন্ধুরা মন্তব্য করে প্রতিবাদ জানান।

 

 

এছাড়াও সঙ্গীত ও চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্টজনরাও এই সকল অনুষ্ঠানে ছোটদেরকে বিব্রতকর অবস্থায় ফেলানোর বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানান।

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *