fbpx
হোম আন্তর্জাতিক আরও ৮ কৃষ্ণাঙ্গকে হত্যা করা হয়েছিল যেভাবে
আরও ৮ কৃষ্ণাঙ্গকে হত্যা করা হয়েছিল যেভাবে

আরও ৮ কৃষ্ণাঙ্গকে হত্যা করা হয়েছিল যেভাবে

0

পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই হত্যার ঘটনা নতুন নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। গত ছয় বছরে কৃষ্ণাঙ্গদের উপর পুলিশি নির্যাতনের ৮ টি ঘটনা উল্লেখ সংক্ষেপে তুলে ধরা হলো।

১. ৯ আগস্ট ২০১৪, মিসৌরি;

নিজেদের মধ্যে সংঘাতের এক পর্যায়ে পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের গুলিতে প্রাণ হারান ১৮ বছরের মাইকেল ব্রাউন। এই ঘটনায় গ্র্যান্ড জুরি উইলসনকে অভিযুক্ত না করলে বিক্ষোভ শুরু হয়েছিল। পরে উইলসন পদত্যাগ করেন। এছাড়া ব্রাউনের পরিবারও মীমাংসায় বসেছিল।

২. ২০ অক্টোবর ২০১৫, শিকাগো;

পুলিশ কর্মকর্তা জেসন ফান ডাইকের গুলিতে প্রাণ হারান লেকান ম্যাকডোনাল্ড। তার কাছে একটি তিন ইঞ্চি ছুরি ছিল। পুলিশের এক মুখপাত্র জানান, ডাইক ম্যাকডোনাল্ডকে ছুরি ফেলে দিতে বললে তিনি তা করেননি। পরে জানা যায়, ম্যাকডোনাল্ডকে ১৬ বার গুলি করা হয়। এই ঘটনায় পুলিশ কর্মকর্তা ডাইককে ছয় বছর নয় মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ঘটনা ধামাচাপা দেয়ার সঙ্গে পুলিশ সদস্য়সহ ১৬ জন জড়িত ছিল বলে জানান প্রধান পুলিশ পরিদর্শক।

৩. ১২ এপ্রিল ২০১৫, বাল্টিমোর;

পকেটে ছুরি থাকায় ২৫ বছরের ফ্রেডি গ্রেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। এইসময় পুলিশ ভ্যানে কোমায় চলে গেলে তাকে একটি ট্রমা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। মেরুদণ্ডে আঘাতজনিত কারণে তিনি মারা যান। ঘটনার সঙ্গে জড়িত ছয় পুলিশ কর্মকর্তার বিচার শুরু হলেও কারও শাস্তি হয়নি।

৪. ১৬ সেপ্টেম্বর, ২০১৬;

রাস্তার মাঝখানে পড়ে থাকা গাড়ির চালক টেরেন্স ক্রুচারকে গুলি করেছিলেন পুলিশ কর্মকর্তা বেটি শেলবি। মামলার সাক্ষ্য দিতে গিয়ে শেলবি দাবি করেন, ক্রুচার তার গাড়ির কাছে এগিয়ে গেলে ভয় পান তিনি। কারণ তার মনে হয়েছিল, বন্দুক নিতে ক্রুচার গাড়ির দিকে এগোচ্ছেন। তাই নিজের প্রাণ বাঁচাতে গুলি চালান বলে দাবি করেন শেলবি। আদালত তাকে হত্যা মামলা থেকে রেহাই দিয়েছিল।

৫. ৬ জুলাই ২০১৬, মিনেসোটা;

লাইসেন্স ও নিবন্ধন পরীক্ষা করে দেখতে ফিল্যান্ডো ক্যাস্টিলের গাড়ি থামিয়েছিলেন পুলিশ কর্মকর্তা জেরনিমো ইয়ানেস। এই সময় ইয়ানেস তার কাছে অস্ত্র থাকার কথা জানিয়ে হাত বাড়ালে গুলি চালান ইয়ানেস। এতে ক্যাস্টিল মারা যান। তবে তার সঙ্গে থাকা পার্টনার ডায়মন্ড রেনল্ডসের দাবি, ক্যাস্টিল নথি বের করার জন্য হাত বাড়িয়েছিলেন। মামলাটি তিন মিলিয়ন ডলারে মীমাংসা হয়েছিল।

৬. ১ সেপ্টেম্বর ২০১৮, আর্লিংটন;

গাড়িতে নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে যাওয়া ট্যাগ থাকার কারণে ও’শে টেরিকে আটক করেছিলেন টেক্সাসের পুলিশ কর্মকর্তারা। এরপর একজন অফিসার গাড়িতে মারিজুয়ানার গন্ধ পেয়ে তদন্ত করতে চাইলে গাড়ি চালিয়ে পালিয়ে যেতে চেয়েছিলেন টেরি। এই সময় পুলিশ কর্মকর্তা বাও ট্রান গাড়িতে গুলি করলে টেরি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে মারা যান। এই ঘটনায় বাও ট্রানকে বরখাস্ত করা হয়।

৭. ১৯ জুন ২০১৮, পিটসবার্গ;

১৭ বছর বয়সি অ্যান্টোন রোজসহ তিনজন একটি গাড়িতে ছিলেন। গাড়িটি একটি গোলাগুলির ঘটনা সঙ্গে জড়িত ছিল বলে সন্দেহ করেছিল পুলিশ। এই অবস্থায় গাড়ির চালককে হাতকড়া পরানো হয়। আর গ্রেপ্তার আটকাতে অ্যান্টোন রোজ পালিয়ে যেতে চাইলে গুলি চালান পুলিশ কর্মকর্তা মাইকেল রসফেল্ড। এই ঘটনায় মামলা হলেও রায়ে নির্দোষ প্রমাণিত হন রসফেল্ড।

৮. ২৫ মে ২০২০, মিনেপোলিস;

জাল টাকা ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা ৪৬ বছর বয়সি জর্জ ফ্লয়েডকে রাস্তায় ফেলে তাঁর গলায হাঁটু দিয়ে চাপা দিয়ে রেখেছিলেন মিনেপোলিসের পুলিশ কর্মকর্তা ডেরেক শভিন। এতে ফ্লয়েডের মৃত্যু হলে শভিনসহ চার পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। এছাড়া শভেনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *