fbpx
হোম আন্তর্জাতিক ইসরাইল-ফিলিস্তিন নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক রোববার
ইসরাইল-ফিলিস্তিন নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক রোববার

ইসরাইল-ফিলিস্তিন নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক রোববার

0

ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে ক্রমবর্ধমান সহিংসতা বন্ধের বিষয় নিয়ে উন্মুক্ত ভার্চুয়াল বৈঠকে বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। কূটনীতিকদের বরাত দিয়ে শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কূটনৈতিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে শুক্রবার নির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হয়নি, যুক্তরাষ্ট্র বৈঠকটি আয়োজনে সম্মতি জানিয়ে পরবর্তী সপ্তাহের শুরুতে করার প্রস্তাব দেয়। তিউনিসিয়া, নরওয়ে এবং চীনের অনুরোধে অয়োজিত এই বৈঠকটি রোববার অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার কূটনৈতিক কার্যক্রমের জন্য আরো সময় চেয়েছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন শুক্রবারের অধিবেশন পিছিয়ে দেওয়ার ব্যাপারে বলেন, যুক্তরাষ্ট্র বৈঠকে বাধা দিচ্ছে না, তবে বৈঠকের জন্য সময় প্রয়োজন।

ব্লিনকেন ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, ‘আমারা জাতিসংঘে উন্মুক্ত এবং ফলপ্রসু আলোচনায় সমর্থন করছি।’

রোববার বৈঠকের তারিখ নির্ধারিত হওয়ার আগে তিনি বলেন, ‘আমরা আগামী সপ্তাহের শুরুতে বৈঠকের অপেক্ষা করছি, এতে আমি আশা করছি কিছু কার্যকর পদক্ষেপ নিতে কূটনৈতিক প্রক্রিয়ার জন্য কিছু সময় পাবো।’

ইহুদি রাষ্ট্র ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি ইসলামী আন্দোলন হামাসের রকেট হামলার জবাবে ইসরায়েলের আগ্রাসী হামলার পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছে।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *