fbpx
হোম জাতীয় অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আজ
অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আজ

অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আজ

0

আজ থেকে একশো বছর আগে, এই দিনে সৃষ্টি হয়েছিল ইতিহাসের। জন্ম হয়েছিল এক স্ফূলিঙ্গের, যা ক্রমশ বিকশিত হয়েছে অগ্নিপুরুষ রুপে। যার বজ্রকণ্ঠের বিনিময়ে জাতি জেগেছিল বাংলাদেশ স্বাধীন করার প্রত্যয়ে।

বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙালি জাতির মুক্তিসংগ্রামের অগ্রনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আজ। এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন এই হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

অবিসংবাদিত এই নেতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আজ থেকে পরবর্তী এক বছরকে ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। বছরব্যাপী জাতির পিতার জন্মশতবার্ষিকী সাড়ম্বরে পালনের সব আয়োজন চূড়ান্ত হলেও করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় বড় সব আয়োজন স্থগিত করা হয়। তবে ঘরোয়াভাবে কম জনসমাগমে দিবসটি পালন করা হচ্ছে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরেও সম্মাননা জানাবেন তারা। পাশাপাশি মসজিদ, মন্দির’সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে থাকছে বিশেষ প্রার্থনার আয়োজন।

গত ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিন থেকেই জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ প্রতিটি জেলা, উপজেলা ও জনপরিসরে ক্ষণগণনার জন্য কাউন্টডাউন ঘড়ি বসানো হয়। সোমবার রাত ১২ বাজতেই সেই কাউন্টডাউন সমাপ্ত হলো।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীটি জাতীয় শিশু দিবসও। দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টিভি চ্যানেল এবং সংবাদপত্রগুলোর আছে বিশেষ আয়োজন। কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশে খোলা চিঠিও  লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *