fbpx
হোম আন্তর্জাতিক মৃতের সংখ্যা ৭ হাজার ১৬৪ জন
মৃতের সংখ্যা ৭ হাজার ১৬৪ জন

মৃতের সংখ্যা ৭ হাজার ১৬৪ জন

0

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃতের সংখ্যা সাত হাজার ১৬৪ জন দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা এক লাখ ৮২ হাজার ৫৫০ জন। বিশ্বের ১৬২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই মহামারি ভাইরাস।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) তথ্য অনুযায়ী, সোমবার (১৬ মার্চ) চীনে আরো ১৩ জন মারা গিয়েছেন। চীনে এ পর্যন্ত মৃতের সংখ্যা তিন হাজার ২২৬ জন। করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৮১ জন । এর মধ্যে মোট ৬৮ হাজার ৬৮৮ জন রোগী সুস্থ হয়েছেন।

চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ২৭ হাজার ৯৮০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অন্যদিকে মারা গেছেন দুই হাজার ১৫৮ জন। এর মধ্যে মোট দুই হাজার ৭৪৯ জন রোগী সুস্থ হয়েছেন। ইরানে মোট ১৪ হাজার ৯৯১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ৮৫৩ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন চার হাজার ৯৯৬ জন সুস্থ হয়েছেন। স্পেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪২ জনে। দেশটিতে ইতোমধ্যে নয় হাজার ৯৪২ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৫৩০ জন। দক্ষিণ কোরিয়ায় মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। দেশটিতে ইতোমধ্যে আট হাজার ৩২০ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন এক হাজার ৪০১ জন।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *