fbpx
হোম গণমাধ্যম অনলাইন অনলাইন টিভির জনপ্রিয়তার নেপথ্যে
অনলাইন টিভির জনপ্রিয়তার নেপথ্যে

অনলাইন টিভির জনপ্রিয়তার নেপথ্যে

0
দেশে স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর দর্শক কমে যাচ্ছে দ্রুত। তার বিপরীতে জনপ্রিয় হচ্ছে অনলাইন ভিত্তিক সংবাদ ও বিনোদন মাধ্যম।
দেশে প্রথম দিকে চালু হওয়া স্যাটেলাইট চ্যানেলগুলোর অনেকে সময়মত কর্মীদের বেতন-ভাতা দিতে পারে না। এমনকি সম্প্রতি একটি পুরনো ও প্রভাবশালী টিভি চ্যানেল আর্থিক সংকটের কারণে কর্মী ছাটাইয়েরে সিদ্ধান্ত নিয়েছে বলে চ্যানেল সূত্রে জানা গেছে।
আর নতুন-পুরোনো মিলে বেশ কিছু টিভি চ্যানেল আর্থিক সংকটের কারণে যথা সময়ে বেতন দিতে পারে না।
স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো কেন জনপ্রিয়তা হারাচ্ছে?
চেঞ্জ টিভি.প্রেস এর এক অনুসন্ধানে জানা যায়,  গত সপ্তাহে প্রকাশিত টিআরপিতে সংবাদভিত্তিক চ্যানেলের জায়গা হয়েছে ৪ নম্বরে। প্রথম ৩টি চ্যানেল দখল করে নিয়েছে বিনোদনমূলক চ্যানেলগুলো। বিশ্লেষকদের মতে, সাধারণ মানুষ রাজনীতির একতরফা খবর শুনতে বা দেখতে বিরক্তবোধ করে।
অনলাইন টিভি কেন জনপ্রিয় হচ্ছে?
একুশ শতকের প্রযুক্তি বিপ্লব পাল্টে দিয়েছে মানুষের জীবন চিত্রকে। স্মার্টফোনে সরাসরি সংবাদ আর বিনোদনের যাবতীয় আয়োজন থাকায়, বিশেষ করে অনলাইন ভিডিও নিউজ পোর্টাল, আইপি টিভি ও ইউটিউব চ্যানেলের প্রভাবে জনপ্রিয়তা হারাচ্ছে স্যাটেলাইট টিভি। মানুষ এখন আর আলাদা করে টিভি সেটের সামনে বসে সময় ব্যয়  করতে চায়না। স্মার্ট ফোন ব্যবহারকারীদের একটি বিশাল সংখ্যক জনগোষ্ঠী অভ্যস্ত হয়েছে অফিসে, গাড়ীতে ও সবশেষে বিছানায় শুয়ে অনলাইনে সংবাদ ও বিনোদন উপভোগ করতে। সহজেই অনুমান করা যায়, আগামীর দিনগুলো আরো বেশী অনলাইন নির্ভর হবে এবং দর্শক হারাবে স্যাটেলাইট চ্যানেলগুলো।
Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *