fbpx
হোম বিনোদন বাপ্পারাজের কী হলো- অভিনেতার রহস্যময় পোস্ট ঘিরে উদ্বিগ্ন ভক্তরা
বাপ্পারাজের কী হলো- অভিনেতার রহস্যময় পোস্ট ঘিরে উদ্বিগ্ন ভক্তরা

বাপ্পারাজের কী হলো- অভিনেতার রহস্যময় পোস্ট ঘিরে উদ্বিগ্ন ভক্তরা

0

ঢালিউড সিনেমার জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজকে নিয়ে হঠাৎই বেশ উদ্বেগের সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে। গতরাতে ফেসবুকে অভিনেতার একটি রহস্যময় পোস্টের পর থেকে এমন উদ্বেগের জন্ম দিয়েছে ভক্তদের মনে।
এরপরই মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ভক্তরা।
উদ্বেগ প্রকাশ করে এক ভক্ত লেখেন, কী হয়েছে নায়ক?
আরেক জন লেখেন, ভাইয়া আপনি আমাদের চলচ্চিত্রের ‘ট্রাজেডি কিং’ এবং নায়করাজের বড় ছেলে। সো ‘বিদায়’ ক্যাপশন লেখা যতোটা সহজ, তেমনি দর্শকদের কাছ থেকে আপনার বিদায় নেয়াটা ঠিক ততোটাই কঠিন।
এক ভক্ত মন খারাপ করে অভিনেতাকে প্রশ্ন করে লেখেন, ভাই বিদায় নিয়ে কোথায় যাবেন আমাদের ছেড়ে?
নেটিজেনদের এসব মন্তব্যের অবশ্য কোনো উত্তর দেননি বাপ্পারাজ। নায়কের হঠাৎ এমন পোস্ট তাই ভাবিয়ে তুলেছে নেটিজেনদের।
৯৮৬ সালে বাবা নায়ক রাজ রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন বাপ্পারাজ। ক্যারিয়ারে বেশি ত্রিভুজ প্রেমের গল্পে অভিনয় করায় দর্শকমহলে ‘ব্যর্থ প্রেমিক’ হিসেবে তুমুল জনপ্রিয় হন।সিনেমায় বেশিরভাগ চরিত্রে তিনি অন্যের জন্য আত্মত্যাগ করেন এমন চরিত্রে বেশি অভিনয় করেছেন।
এ কারণে ‘ট্যাজেডি হিরো’ হিসেবেও খ্যাতি রয়েছে বাপ্পারাজের। গুণী এ অভিনেতার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘গরিবের ওস্তাদ’, ‘গরিবের সংসার’, ‘ডাকাত’, ‘আজকের সন্ত্রাস’, ‘প্রেমের সমাধি’, ‘পাগলীর’ প্রেম ইত্যাদি।

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *