fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২০; ২২শে শ্রাবণ, ১৪২৭; ১৫ই জিলহজ্জ, ১৪৪১
হোম প্রবাস ঢাকায় কোয়ারেন্টাইনে ডা: ফেরদৌস খন্দকার: যুক্তরাষ্ট্র প্রবাসীদের প্রতিক্রিয়া
ঢাকায় কোয়ারেন্টাইনে ডা: ফেরদৌস খন্দকার: যুক্তরাষ্ট্র প্রবাসীদের প্রতিক্রিয়া

ঢাকায় কোয়ারেন্টাইনে ডা: ফেরদৌস খন্দকার: যুক্তরাষ্ট্র প্রবাসীদের প্রতিক্রিয়া

0

মোস্তফা সাদী, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র 

নিউইয়র্কের আলোচিত চিকিৎসক ডা: ফেরদৌস খন্দকার করোনা মহামারির বিপদে কমিউনিটির পাশে দাড়িয়েছিলেন জীবনের ঝুঁকি নিয়ে। নিউইয়র্কের করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ডা: ফেরদৌস খন্দকার মাটির টানে, দেশের মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে ঢাকা গমন করেন। তাকে শাহজালাল বিমানবন্দর থেকে ঢাকার ব্র্যাক ট্রেনিং সেন্টারে  কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করা হয়েছে বলে জানা গেছে।
নিউইয়র্কের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশে করোনা রোগীদের সেবা করার জন্য ঢাকায় গমন করেন তিনি। বাংলাদেশের মানুষের চিকিৎসার ঘোষণা দিয়ে বিতর্কের মুখে পড়েন এই চিকিৎসক। অনেকে তাকে বঙ্গবন্ধুর খুনিদের স্বজন এবং তারেক রহমানের ঘনিষ্ঠ ব্যক্তি বলে দাবি করেন।
ডা: ফেরদৌস খন্দকার তার ফেসবুক পেজে কোয়ারেন্টাইন থাকা অবস্থায় একটি ভিডিও বার্তা প্রকাশ করেন।  ডা: ফেরদৌস খন্দকার তার বিরুদ্বে আনিত অভিযোগ সম্পর্কে বলেন,যখন ভালো উদ্দেশ্য নিয়ে আমি দেশে এসেছি, তখন একদল লোক আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার শুরু করেছে।
অল্প সময়ের মধ্যেই ভিডিওটি সোশাল মিডিয়াতে ভাইরাল হলে দেশ এবং প্রবাসের মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করতে থাকেন।

ডা: ফেরদৌস খন্দকারকে কোয়ারেন্টাইনে রাখার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় অবস্থানরত কমিউনিটি সদস্যরা সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করে। সভায় মো: শাকিল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন মো:মানিক,  মো: জনি, দেওয়ান মনির ও মীর মো: নিজামুল ইসলাম প্রমুখ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।