fbpx
হোম জাতীয় ​ফিলিস্তিনের পক্ষে ওআইসিকে রাষ্ট্রপতির আহ্বান
​ফিলিস্তিনের পক্ষে ওআইসিকে রাষ্ট্রপতির আহ্বান

​ফিলিস্তিনের পক্ষে ওআইসিকে রাষ্ট্রপতির আহ্বান

0

ইসরায়েলের বর্বরতার মুখে থাকা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মুসলিম রাষ্ট্রগুলোর জোট ওআইসির দ্বিতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে বুধবার দুপুরে এ আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।

রাষ্ট্রপতি বলেন, ‘যেই মুহূর্তে পুরো বিশ্বে ধ্বংসাত্মক মহামারির কারণে অগণিত মানুষের জীবন এবং জীবিকা অনিশ্চিত, সেই মুহূর্তে ফিলিস্তিনে আমাদের ভাই ও বোনেরা মনুষ্যসৃষ্ট দুর্যোগের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের কাছে সমন্বিত উদ্যোগ কামনা করছে।’

‘ফিলিস্তিনের জনসাধারণের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর বারবার এ আক্রমণে বাংলাদেশ তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে এবং ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানিয়েছে। ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের জন্য একটি স্বাধীন মাতৃভূমি ও সার্বভৌম ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশ সব সময়ই সমর্থন দিয়ে আসছে।’

রাষ্ট্রপতি তার ভাষণে রোহিঙ্গা ইস্যু সমাধানে মুসলিম বিশ্বের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুটি বাংলাদেশ, ওআইসি এবং বিশ্বের জন্য ক্রমাগতভাবেই উদ্বেগ তৈরি করে চলেছে। আমরা সকলেই জানি সিএফএমে আনা রেজুলেশন অনুসরণ করে ২০১৯ সালে জেনেভা কনভেনশন অনুসারে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে অভিযোগ আনা হয়। যার মাধ্যমে আদালত মিয়ানমারের বিরুদ্ধে অস্থায়ী কিছু ব্যবস্থা গ্রহণ করে।’

‘বাংলাদেশের প্রধানমন্ত্রী, গাম্বিয়ার রাষ্ট্রপতি এবং ওআইসি মহাসচিব ২০২০ সালের জুলাইয়ে সব সদস্য রাষ্ট্রের কাছে একটি যৌথ চিঠি ইস্যু করেন। সেখানে সব সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে একটি স্বেচ্ছাসেবী তহবিল গঠনের কথা বলা হয়, যার মাধ্যমে দীর্ঘমেয়াদি এ মামলার ব্যয় মেটানো হবে। আমি ওআইসি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের এ সমস্যাটি মেটাতে অনুরোধ জানাচ্ছি যাতে করে রোহিঙ্গা সম্প্রদায় তাদের মাতৃভূমিকে নিরাপদে, সুরক্ষিতভাবে এবং মর্যাদা নিয়ে ফিরতে পারে।’

এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশের অগ্রগতি সদস্য রাষ্ট্রগুলোর সামনে তুলে ধরেন রাষ্ট্রপ্রধান। তিনি বলেন, ‘বাংলাদেশ বৈজ্ঞানিক গবেষণা, টেকসই ও পরিবেশবান্ধব প্রযুক্তি, খাদ্য এবং কৃষি খাতে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, স্বাস্থ্য, জ্বালানি, মানবসম্পদ উন্নয়ন ও সুনীল অর্থনীতিসহ নানা খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।’

‘আমরা এরই মধ্যে রূপপুরে ২ হাজার ৪০০ মেগাওয়াটের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে মর্যাদাপূর্ণ নিউক্লিয়ার ক্লাবে প্রবেশ করেছি।’

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে সদস্য রাষ্ট্রগুলোর সামনে ৫টি পরামর্শ তুলে ধরেন রাষ্ট্রপতি।

তার পরামর্শগুলো হলো:

০১. ওআইসির প্রাতিষ্ঠানিক সমর্থনে গবেষণা ও উন্নয়নে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা।

০২. আইডিবির অর্থায়নে হাইটেক শিল্প এবং গুচ্ছ প্রকল্প বাস্তবায়ন।

০৩. সদস্য রাষ্ট্রগুলোর বিজ্ঞানী ও উদ্যোক্তাদের নিয়ে কর্মপ্রক্রিয়া, নেটওয়ার্ক ও সহযোগিতা উন্নয়ন।

০৪. উদ্ভাবন বিষয়ে বিস্তৃত বাণিজ্যিক কর্ম সম্পাদনের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোতে কাজ সৃষ্টি

০৫. সদস্য দেশগুলোর মধ্যে প্রযুক্তি স্থানান্তর।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *