fbpx
হোম আন্তর্জাতিক ৪৪০ টাকায় কিনে বিক্রি ১ কোটি ১৭ লাখ টাকায়
৪৪০ টাকায় কিনে বিক্রি ১ কোটি ১৭ লাখ টাকায়

৪৪০ টাকায় কিনে বিক্রি ১ কোটি ১৭ লাখ টাকায়

0

ফুলদানি হাতে জেসিকা ভিনসেন্ট
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি দোকানে ছাড়ে বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছিল। জেসিকা ভিনসেন্ট নামের এক নারী সেই দোকানে ঢুকে ঘুরে ঘুরে দেখছিলেন। হঠাৎ একটি কাচের ফুলদানিতে তাঁর চোখ আটকে যায়। ফুলদানিটি দেখতে বোতলের মতো। অ্যাকুয়া সবুজ ও লালচে–বেগুনি রঙের রিবন দিয়ে ফুলদানি প্যাঁচানো ছিল। দেখে মনে হচ্ছিল যেন কোনো শিল্পকর্ম।
৪৩ বছর বয়সী ভিনসেন্টের জিনিসটি বেশ মনে ধরে। রাজ্যের রাজধানী রিচমন্ডের বাইরে গুডউইল শোরুম থেকে তিনি ঘর সাজানোর জন্য প্রায় চার মার্কিন ডলার (১ ডলার‍=১১০ টাকা ধরে ৪৪০ টাকা) দিয়ে ফুলদানিটি কিনে নেন। তিনি বলেন, ‘বিক্রি করব, এমনটা ভেবে কিনিনি।’
আমার সব সময়ই মনে হয়েছে, আমার দেখার চোখ আছে। আমি অবাক হয়েছি, আমার আগে এই ফুলদানি কারও নজরে পড়ল না।
জেসিকা ভিনসেন্ট
ফুলদানির সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে এর তলায় লেখা ‘মুরানো’ ও ‘ইতালিয়া’ শব্দ দুটি ভিনসেন্টের নজরে আসে। এরপরই তিনি এ নিয়ে কিছু পড়াশোনা করেন। এর পরিপ্রেক্ষিতে তিনি ফুলদানিটি বিক্রির সিদ্ধান্ত নেন। ১৩ ডিসেম্বর তিনি রাইট অকশন হাউসের মাধ্যমে এটি নিলামে বিক্রি করে পান ১ লাখ ৭ হাজার ১০০ মার্কিন ডলার (১ কোটি ১৭ লাখ ৮১ হাজার টাকা)। যিনি কিনেছেন তিনি ইউরোপের নাগরিক।
ভিনসেন্ট বলেন, ‘আমার সব সময়ই মনে হয়েছে, আমার দেখার চোখ আছে। আমি অবাক হয়েছি, আমার আগে এই ফুলদানি কারও নজরে পড়ল না।’
ভিনসেন্ট গত জুনে ফুলদানিটি কেনার পর ফেসবুকে গ্লাস আর্টের গ্রুপে এটির ছবি পোস্ট করেন।
গুডউইল অব সেন্ট্রাল অ্যান্ড কোস্টাল ভার্জিনিয়ার মুখপাত্র লরা ফাইসন বলেন, প্রতিটি স্টোরে গড়ে প্রতিদিন দুই হাজার নতুন পণ্য আসে। এই ফুলদানিটি সম্ভবত সম্প্রতি এসেছিল।
ভিনসেন্ট গত জুনে ফুলদানিটি কেনার পর ফেসবুকে গ্লাস আর্টের গ্রুপে এটির ছবি পোস্ট করেন।
ফুলদানিটি ভেনিসের শিল্পকর্ম। দ্বীপটি ১৩ শতাব্দী থেকে এই শিল্পের জন্য বিখ্যাত। ফুলদানিটি বিখ্যাত কাচের কোম্পানি ভেনিনির তৈরি। নকশা করেছিলেন ইতালীয় স্থপতি কার্লো স্কারপা। তিনি ১৯৭৮ সালে মারা যান।
ফেসবুকে ভিনসেন্টের পোস্টের নিচে একজন মন্তব্য করেন, ‘এগুলো খুবই বিরল। এ ধরনের জিনিস যিনি সংগ্রহ করেন, তিনি অবশ্যই এটি পছন্দ করবেন। কিন্তু বেশির ভাগ মানুষেরই এসব কেনার ক্ষমতা নেই।’
এরপর ভিনসেন্ট শিকাগোর রাইট অকশন হাউসের প্রেসিডেন্ট রিচার্ড রাইটের সঙ্গে যোগাযোগ করেন। তাঁকে ই–মেইল করেন। রাইট বলেন, ‘আমি ই–মেইলটা দেখেই বুঝতে পেরেছি, এটি কী ও কতটা বিরল।’
বিংশ শতাব্দীর মাঝামাঝি ইতালীয় গ্লাস নকশাকারদের মধ্যে স্কারপা ছিলেন সবচেয়ে ভালো নকশাকার। তিনি ১৯৪২ সালে একটি সিরিজ তৈরি করেছিলেন, এই ফুলদানিটি সেটির একটি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *