fbpx
হোম অন্যান্য ১৭৪ বছরে সপ্তমবারের মতো সবচেয়ে উষ্ণতম জানুয়ারি মাস ছিলো এবার ! আতঙ্কে বিজ্ঞানীরা
১৭৪ বছরে সপ্তমবারের মতো সবচেয়ে উষ্ণতম জানুয়ারি মাস ছিলো এবার ! আতঙ্কে বিজ্ঞানীরা

১৭৪ বছরে সপ্তমবারের মতো সবচেয়ে উষ্ণতম জানুয়ারি মাস ছিলো এবার ! আতঙ্কে বিজ্ঞানীরা

0

পরিবেশ দূষণের সঙ্গে সঙ্গে বাড়ছে বিশ্ব উষ্ণায়ন। আর তারই সাক্ষী হচ্ছে প্রাণী থেকে উদ্ভিদজগৎ। সাক্ষী হচ্ছে সময়। পৃথিবীর এক নাগাড়ে বেড়ে চলা উষ্ণতার চাপ দেখা গেল ২০২৩-এর গোড়ায়। গত ১৭৪ বছরে এ নিয়ে সপ্তমবার সবচেয়ে উষ্ণ হল জানুয়ারি মাস।

জলবায়ু বিশেষজ্ঞরা জানিয়েছেন পৃথিবীতে গত ১৭৪ বছরে এমন ঘটনা বিরল। এই নিয়ে সপ্তমবারের জন্য জানুয়ারির উষ্ণতা নতুন রেকর্ড গড়ল। বিশ্বের ইতিহাসে এমন ঘটনা যথেষ্ট আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞানীদের কাছে।

১৪ ফেব্রুয়ারি ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। তাতেই জানা যায় এই নতুন তথ্য।

কত উষ্ণতা ছিল ২০২৩ সালের জানুয়ারি মাস? এনওএএ-এর সাম্প্রতিক রিপোর্ট জানায়, এই বছরের প্রথম মাসে সারা বিশ্বের গড় উষ্ণতা স্বাভাবিকের থেকে ১.৫৭ ডিগ্রি ফারেনহাইট বেশি ছিল। সেলসিয়াসে যা ০.৮৭ ডিগ্রি। বিশ শতকের গড় উষ্ণতার নিরিখেও রেকর্ড ছুঁয়েছে এই উষ্ণতা। জানানো হয়, ২০২৩ সালের জানুয়ারি মাস বিশ শতক থেকে ৪৭তম উষ্ণ জানুয়ারি।পাশাপাশি ওই শতকের ৫২৭তম উষ্ণ মাস।

এই মাসে সারা ইউরোপ ও আর্কটিকের বেশিরভাগ এলাকাজুড়ে গড় উষ্ণতা ছিল স্বাভাবিকের থেকে বেশি। এছাড়াও, আফ্রিকার বেশিরভাগ অংশ ও উত্তর আমেরিকার উত্তর ও পূর্বের বেশিরভাগ অংশের উষ্ণতাই ছিল অনেকটা বেশি।

উষ্ণতার প্রকোপ থেকে বাদ যায়নি দক্ষিণ আমেরিকা ও এশিয়াও। দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশ ও মধ্য় ও দক্ষিণপূর্ব এশিয়ার গড় উষ্ণতাও জানুয়ারিতে বেশি ছিল। এর ফলেই বেড়ে যায় সারা বিশ্বের গড় উষ্ণতা। ইউরোপের ইতিহাসে এই বছর সবচেয়ে উষ্ণ মাস ছিল জানুয়ারি। উত্তর আমেরিকার ইতিহাসে এটি পঞ্চম উষ্ণ ও আফ্রিকার হিসেবে ষষ্ঠ উষ্ণ জানুয়ারি মাস।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *