fbpx
হোম অন্যান্য ১৩ ফুট দুরত্বে থাকুন, করোনা হতে পারে পানি ও পায়ুদ্বার থেকেও
১৩ ফুট দুরত্বে থাকুন, করোনা হতে পারে পানি ও পায়ুদ্বার থেকেও

১৩ ফুট দুরত্বে থাকুন, করোনা হতে পারে পানি ও পায়ুদ্বার থেকেও

0

কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির ইনফেকসাস ডিজিস অ্যান্ড ইমিউনোলজি বিভাগের সায়েন্টিস্ট অধ্যাপক ড. শুভজিৎ বিশ্বাস জানান, পানির মাধ্যমে কোভিড-১৯ সংক্রামিত হতে পারে। ঘনবসতিপূর্ণ এলাকায় গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কোভিড সংক্রমিত মানুষের মল থেকেও ছড়াতে পারে এই রোগ।

বলেন, যদিও সংক্রমণের ভাগ পরীক্ষা সাপেক্ষ। তবে ই-লাইফের সাম্প্রতিকতম গবেষণায় জানা গেছে, কোভিড পজেটিভের এক গ্রাম মলে রয়েছে কোভিডের ১০০ মিলিয়ন আরএনএ। সংখ্যাটা কিন্তু কোনও অংশে কম নয়। ড্রেনের জলে মিশে থাকা সংক্রামিত রোগীর মল যে কত জনকে সংক্রমিত করতে পারে, তা কেউ জানেন না। এই ক্ষেত্রে আরও গবেষণার দরকার। সম্প্রতি তাঁর এমন গবেষণার কথা সকলের কাছে চিন্তার প্রসার বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও জানান, জ্বর-সর্দি-গলাব্যথা সঙ্গে পেটখারাপও কিন্তু একটা বড় লক্ষণ কোভিড সংক্রমণের।সম্প্রতি গবেষণায় জানা গেছে, পানিতে বেশ ভাল মতো বেঁচে থাকে সার্স-কোভ-২।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো আন্তর্জাতিক সংস্থাগুলোও বলছে, নোভেল করোনা ভাইরাস বাতাসবাহিত হতে পারে। তাই ছয় ফুট নয়, দরকার ১৩ ফুটের দূরত্ব। এরকম নির্দেশনার মধ্যে আরও চিন্তা বাড়িয়ে দিলো বিজ্ঞানীরা। তাদের মতে পানি থেকেও ছড়াতে পারে করোনা ভাইরাস।

শুধু তাই নয়, ভাইরোলজিস্ট ডা. অমিতাভ নন্দী বলছেন, নিজের সঙ্গে সঙ্গে বাড়ির আশপাশটা পরিষ্কার রাখুন। পানি জমতে দেবেন না। নোংরা পরিবেশে যেমন থাকতে পারে করোনা ভাইরাস, তেমনই কোভিড থাকতে পারে মলদ্বারেও। যেটা হয় ক্ষুদ্রান্ত্রে সংক্রমণের কারণে। তাই শৌচকর্মের সময় শুধু হাত সাবান দিয়ে ধুয়ে ছেড়ে দেবেন না। জীবাণুনাশক লিকুইড সোপ দিয়ে পায়ুদ্বারও পরিষ্কার করুন। নাহলে জামাকাপড় বা বসার জায়গা থেকেও সংক্রমণ ঘটতে পারে।

Like
Like Love Haha Wow Sad Angry
5

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *