fbpx
হোম রাজনীতি নয়াপল্টনে নেতাকর্মীদের নিয়ে স্লোগান দেন ইশরাক
নয়াপল্টনে নেতাকর্মীদের নিয়ে স্লোগান দেন ইশরাক

নয়াপল্টনে নেতাকর্মীদের নিয়ে স্লোগান দেন ইশরাক

0

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপির হরতাল চলছে। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল চলবে।

হরতালের সমর্থনে বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন নেতা-কর্মীরা। এতে আছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। নয়াপল্টনে এসেই তিনি নেতাকর্মীদের নিয়ে স্লোগান দেন।

স্লোগানে নেতাকর্মীরা বলতে থাকেন- ভোট চোর ভোট চোর, শেখ হাসিনার ভোট চোর,মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই,আজকের হরতাল, চলছে, চলবে, দাবি আদায়ের হরতাল চলছে চলবে প্রহসনের নির্বাচন মানি না, মানবো না,ইত্যাদি।

নির্বাচন ছাড়া প্রকাশ্য কোনো রাজনৈতিক কর্মসূচিতে এটাই ইশরাকের প্রথম অংশগ্রহণ।

এর আগে হরতালের সমর্থনে সকাল থেকে বিএনপির কিছুসংখ্যক নেতাকর্মী নিয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন রুহুল কবির রিজভী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।

এ সময় প্রায় ৩০ মিনিট ফুটপাতে অবস্থান করেন বিএনপি নেতাকর্মীরা। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা নেতাদের ফুটপাত ছেড়ে যেতে বলেন। এ সময় কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। তবে বিএনপি নেতারা পুলিশের কথা মেনে অফিসের ভেতরে চলে যান। তখন ইশরাকও ভেতরে যান।

 

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *