fbpx
হোম আন্তর্জাতিক হঠাৎ লেকের পাড়ে শতশত সাপ, দিশেহারা এলাকাবাসী
হঠাৎ লেকের পাড়ে শতশত সাপ, দিশেহারা এলাকাবাসী

হঠাৎ লেকের পাড়ে শতশত সাপ, দিশেহারা এলাকাবাসী

0

হঠাৎ করেই লেকের পাড়ে শতশত সাপ জড়ো হয়েছে। ফলে সাপের অত্যাচারে দিশেহারা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লেকল্যান্ডের হোলিংসওয়ার্থের এলাকাবাসী। লেকল্যান্ড পার্কস এবং রিঅ্যাকশন অধিদফতরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। অভিযোগ পেয়ে সাপ-রহস্য উদঘাটন শুরু করে অধিদফতরের কর্মকর্তারা।

কর্মকর্তারা বলছেন, ফ্লোরিডায় পানিতে বাস করা সাপদের এখন প্রজনণ ঋতু। তাই সঙ্গীদের সঙ্গে সময় কাটাতে তারা এভাবে হইচই করছে।
তবে লেকের চারপাশে টেপ দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। এছাড়া মানুষকে সচেতন করতে সেখানে লিখে দেয়া হয়েছে বিশেষ সতর্কবার্তা।

অধিদফতরের ফেসবুক পোস্টে বলা হয়েছে, প্রজনন ঋতু শুরু হওয়ায় লেকে সাপ জড়ো হয়েছে। এরা খুব একটা বিষধর নয়। মানুষ আগে থেকে আক্রমণ না করলে সাপগুলো সহজে তাড়া করে না। মৌসুম শেষ হলেই তাদের আলাদা-আলাদা জায়গায় চলে যাওয়ার কথা। ইকোসিস্টেমের জন্য সাপ খুব গুরুত্বপূর্ণ। তাই তাদের বিরক্ত করা উচিত নয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *