fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা করোনা হজে যেতে লাগবে করোনার পাশাপাশি আরও দুই টিকা, সঙ্গে আরও ৩টি শর্ত !
হজে যেতে লাগবে করোনার পাশাপাশি আরও দুই টিকা, সঙ্গে আরও ৩টি শর্ত !

হজে যেতে লাগবে করোনার পাশাপাশি আরও দুই টিকা, সঙ্গে আরও ৩টি শর্ত !

0

চলতি বছর হজে যেতে করোনার ভ্যাকসিনের পাশাপাশি মেনিনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা নিতে হবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এর সঙ্গে সৌদি আরব আরও তিনটি শর্তও জুড়ে দিয়েছে।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, যারা এর আগে হজ করেননি এবার তাদের অগ্রাধিকার দেওয়া হবে। সেক্ষেত্রে হজে যেতে ইচ্ছুকদের বয়স হতে হবে সর্বনিম্ন ১২ বছর। তাছাড়া হজযাত্রীর দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকা যাবে না বলেও সৌদি আরবের হজবিষয়ক মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে এবার ২৭ জুন অনুষ্ঠিত হবে হজ। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার, অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

হজে যেতে গত ৮ ফেব্রুয়ারি থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এই নিবন্ধন শেষ হবে আগামী বৃহস্পতিবার।

উল্লেখ্য, সৌদি আরব ২০২০ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা ঠিক করলেও করোনার কারণে সে বছর আর হজে যাওয়ার সুযোগ হয়নি কারো। পরের বছরও একই পরিস্থিতি থাকে। এরপর ২০২২ সালে করোনার টিকার বুস্টার ডোজ গ্রহণকারী অনূর্ধ্ব ৬৫ বছর বয়সী মোট ৫৭ হাজার ৫৮৫ জনকে বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি আরব। এবার করোনার টিকার পাশাপাশি আরও দুটি টিকা দেওয়ার শর্ত জুড়ে দিল সৌদি আরব।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *