fbpx
হোম রাজনীতি স্বাধীনতার মাসেও পরাধীনতার চক্রান্তে বিএনপি-জামায়াত: বাহাউদ্দিন নাছিম
স্বাধীনতার মাসেও পরাধীনতার চক্রান্তে বিএনপি-জামায়াত: বাহাউদ্দিন নাছিম

স্বাধীনতার মাসেও পরাধীনতার চক্রান্তে বিএনপি-জামায়াত: বাহাউদ্দিন নাছিম

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত সবসময় দেশের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র করে। স্বাধীনতার মাসেও তাদের পরাধীনতার চক্রান্ত থেমে নেই। বিদেশি প্রভুরা জোর করে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে ভেবে তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন, দূতাবাসে ধর্না দিচ্ছেন। 

রোববার সকালে বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না। তারা জনগণের স্বার্থ, দেশের স্বার্থ না ভেবে বিদেশি প্রভুদের কাছে ধরণা দেয়, অপপ্রচার চালায়, দেশের বিরুদ্ধে নালিশ দিয়ে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে অপমানিত করেন। তাদের ওপর জনগণ আস্থা হারানোয় তারাও জনগণের ওপর আস্থা রাখেন না। জনগণের আস্থা কখনও পাবে না বুঝতে পেরে তারা এখন ষড়যন্ত্রের রাজনীতি করছে।

বিএনপি-জামায়াত জোট বাংলাদেশের গনতন্ত্রকে হত্যা করেছে মন্তব্য করে বাহাউদ্দিন নাছিম বলেন, এরা ভোটাধিকারকে কেড়ে নিয়েছিল, এরা হ্যাঁ-না ভোটের মাধ্যমে ১০০ শতাংশের ওপর ভোট কাস্ট করে রেকর্ড সৃষ্টি করেছিল। এরাই আবার বড় বড় কথা বলে। ভূতের মুখে যেমন রাম নাম শোভা পায় না, তেমনি এ অপশক্তির মুখে গণতন্ত্রের কথা মানায় না। বিএনপি-জামায়াতের অপশক্তিকে মোকাবিলা করতে জনগণই যথেষ্ট।

বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশে এখন আর ক্ষুধা বা দারিদ্র্যপীড়িত দেশ নয়, ভিক্ষুকের দেশ নয়; বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে, আমাদের দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে একজন মানুষও ক্ষুধার জ্বালায় মারা গেছে এমন উদাহরণ কোথাও নেই। এটাই হলো শেখ হাসিনার রাজনীতি। এ রাজনীতির কারণে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশ থেকে শিক্ষা নিতে আসে, কীভাবে এত অল্প সময়ে একটা দেশ এত উন্নত হতে পারে সেটি জানতে চায়। আমাদের দক্ষতা আমাদের আরও ওপরে নিয়ে যাবে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তের মধ্যে দিয়ে ২০৪১ সালের মধ্যে আমরা সমৃদ্ধশালী দেশ ও জাতিতে পরিণত হব।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।  জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *