fbpx
হোম আন্তর্জাতিক সৌদি প্রতিনিধিদের আল-আকসা পরিদর্শন, ফিলিস্তিনিদের ক্ষোভ
সৌদি প্রতিনিধিদের আল-আকসা পরিদর্শন, ফিলিস্তিনিদের ক্ষোভ

সৌদি প্রতিনিধিদের আল-আকসা পরিদর্শন, ফিলিস্তিনিদের ক্ষোভ

0

ফিলিস্তিনের রামাল্লায় মঙ্গলবার সৌদি ফুটবল দলের সঙ্গে একটি ম্যাচ খেলবেন ফিলিস্তিনিরা। ২০২২ সালের কাতার বিশ্বকাপ ও পরের বছরের এশিয়া কাপের বাছাইপর্বের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে শহরটিতে। ফিলিস্তিনি কর্মকর্তা ও সাদা পোশাকের নিরাপত্তা কর্মীদের সঙ্গে নিয়ে সৌদি টিম ব্যবস্থাপনার ১৩ সদস্য সোমবার আল-আকসা পরিদর্শন করেন।

ইসলামের অন্যতম এই পবিত্র স্থানটিতে তাদের সফরের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি মুসল্লিরা। এসময় সৌদি প্রতিনিধিদের কাছ থেকে মুসল্লিদের দূরে সরিয়ে রাখে নিরাপত্তা কর্মীরা। সৌদিদের সঙ্গে মুসল্লিদের আলাপ করতেও দেয়া হয়নি। স্থানীয় গণমাধ্যমের খবর বলছে, এই সফরের সময় আল-আকসা থেকে তিন ফিলিস্তিনিকে আটক করে দখলদার ইসরাইলি বাহিনী। মূলত আল-আকসার প্রবেশাধিকারের বিষয়টি নিয়ন্ত্রণ করে ফিলিস্তিনিদের ভূমি দখল করে গড়ে ওঠা এই অবৈধ রাষ্ট্রটি।

রোববার ১০০ সৌদি প্রতিনিধি রামাল্লায় পৌঁছান। জর্ডান ও অধিকৃত পশ্চিমতীরের মধ্যে একমাত্র সীমান্ত আলানবি সেতু নামে পরিচিত কারামা ক্রোসিং হয়ে প্রথমবারের মতো কোনো সৌদি প্রতিনিধি দল ফিলিস্তিনে গেল।

আর্থিক সংকটে থাকা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দীর্ঘদিন থেকে সহায়তা করে আসছে সৌদি আরব। কাজেই সৌদি অতিথিদের জন্য ব্যাপক রাজনৈতিক অভ্যর্থনার আয়োজন করেন ফিলিস্তিনি প্রেসিড্ন্টে মাহমুদ আব্বাস।

পশ্চিমতীরে ঢুকতে হলে জর্ডানের সঙ্গে ক্রোসিংটি পার হতে হবে। আর সেটির নিয়ন্ত্রণ করে ইসরাইল। কাজেই সৌদি প্রতিনিধি দল ইসরাইলি বাহিনীর কঠোর তল্লাশির পরেই ঢুকতে পেরেছে ফিলিস্তিনে।

এর আগে ২০১৮ সালের বিশ্বকাপ ও ২০১৯ সালের এশিয়া কাপের বাছাইপর্বের জন্য জেরুজালেমে ফিলিস্তিনি জাতীয়দলের সঙ্গে একটি ম্যাচ খেলার অনুরোধ প্রত্যাখ্যান করে সৌদি ফুটবল ফেডারেশন। এটা ২০১৫ সালের ঘটনা। ইসরাইলকে বর্জনে আরব লীগের বাধ্যবাধকতা থেকেই রিয়াদকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছিল।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *