fbpx
হোম অন্যান্য সামরিক শক্তিতে বাংলাদেশ ৪৬ তম
সামরিক শক্তিতে বাংলাদেশ ৪৬ তম

সামরিক শক্তিতে বাংলাদেশ ৪৬ তম

0

গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি) প্রতিষ্ঠানের ‘২০২০ : মিলিটারি স্ট্রেন্থ র‍্যাংকিং’’র তালিকায় বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান উঠে আসে। বিশ্বে সামরিক শক্তিতে ৪৬ তম দেশ বাংলাদেশ।

প্রতিষ্ঠানটি ৫০টিরও বেশি মাপকাঠির ভিত্তিতে এই সামরিক শক্তিমত্তার স্কোর তৈরি করে। ০.৭০৬৬ শক্তিসূচক নিয়ে বিশ্বের ১৩৮টি দেশের মধ্যে ৪৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

তালিকায় থাকা শীর্ষ ১০টি দেশ হলো—১. যুক্তরাষ্ট্র, ২. রাশিয়া, ৩. চীন, ৪. ভারত, ৫. জাপান ৬. দক্ষিণ কোরিয়া, ৭. ফ্রান্স ৮. যুক্তরাজ্য, ৯. মিশর, ১০. ব্রাজিল।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে পাকিস্তানের অবস্থান ১৫তম। মিয়ানমারের অবস্থান ৩৫তম। শ্রীলঙ্কার অবস্থান ৮২তম। ইরান ১৪তম, ইসরায়েল ১৮তম অবস্থানে রয়েছে। ১৩৮টি দেশের মধ্যে সামরিক শক্তিতে সর্বনিম্ন অবস্থানে আছে ভূটান।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *