fbpx
হোম আন্তর্জাতিক সামনের গরমেই কি করোনা ‘শেষ’
সামনের গরমেই কি করোনা ‘শেষ’

সামনের গরমেই কি করোনা ‘শেষ’

0

সামনের গরমে শেষ হয়ে যেতে পারে করোনা মহামারি। আসতে পারে এর ‘শেষ’ ঢেউ। এমন বার্তাই দিয়েছেন যুক্তরাজ্যের গবেষণা সংস্থা সায়েন্টিফিক অ্যাডভাইসরির বিজ্ঞানীরা।

এ খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ ও দ্য গার্ডিয়ান।

বিজ্ঞানীরা বলেন, হতে পারে এটিই করোনার শেষ ধাক্কা। তবে সেটি নির্ভর করবে স্বাস্থ্যবিধি অনুসরণের ওপর। এ বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

বিজ্ঞানীরা আরও বলেন, প্রতিদিন যদি করোনায় আক্রান্ত হয়ে এক হাজারের কম হাসপাতালে ভর্তি হয়, এমনকী চলতি মাসের শেষ পর্যন্ত দুই হাজারের চেয়ে কমসংখ্যক ভর্তি অব্যাহত থাকে; তারপরেও ধীরে ধীরে সামাজিকীকরণে ফিরে আসা সম্ভব।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *