fbpx
হোম জাতীয় স্বাস্থ্যবিধি মানলে লকডাউনে যেতে হবে না: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যবিধি মানলে লকডাউনে যেতে হবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যবিধি মানলে লকডাউনে যেতে হবে না: স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধির ১১ দফা না মানলে দেশের ক্ষতি হবে। আমাদের নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য স্বাস্থ্যবিধি মানতে হবে। ১১ দফা স্বাস্থ্যবিধি মেনে চললে আমাদের লকডাউনের দিকে যেতে হবে না। লকডাউন দেশের ক্ষতি, মানুষের ক্ষতি।

শনিবার মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ৫ বেডের ডায়ালাইসিস ও সিটিস্ক্যান মেশিন উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘১ কোটি ২০ লাখ শিক্ষার্থীদের মধ্যে আমরা ৭০ লাখ শিক্ষার্থীদের টিকা দিয়েছি। আশা করা যায়, এই মাসের মধ্যে সকল শিক্ষার্থীকে টিকা দেওয়া যাবে। টিকার কোনো অভাব হবে না। যারা এখনো টিকা নেননি তারা সকলেই টিকা নিয়ে নেবেন। করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে- এটা ভালো লক্ষণ না।’

তিনি বলেন, ‘টিকা করোনা নিয়ন্ত্রণ করতে পারে না। মাস্কই একমাত্র আমাদের সংক্রমণ থেকে সুরক্ষা দেয়।’

স্বাস্থমন্ত্রী বলেন, ‘এক সমীক্ষায় দেখা গেছে, আক্রান্ত ব্যক্তিদের শতকরা একজনের আইসিইউয়ের প্রয়োজন। যে হারে করোনা বাড়ছে তাতে হাসপাতালে আইসিইউ বেডের সংকট দেখা দেবে।’

বাণিজ্যমেলার সমালোচনা করে তিনি বলেন, ‘বাণিজ্যমেলায় অনেকই স্বাস্থ্যবিধি মেনে চলছে না। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমাদের আরও সচেতন হতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম হোসেন খান, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *