fbpx
হোম রাজনীতি সরিষার মধ্যেই ভূত, এই ভূত কে তাড়াবে: কর্নেল অলি
সরিষার মধ্যেই ভূত, এই ভূত কে তাড়াবে: কর্নেল অলি

সরিষার মধ্যেই ভূত, এই ভূত কে তাড়াবে: কর্নেল অলি

0

এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম বলেছেন, এখন ফুটপাত, রাস্তা, বাস, ট্রাকসহ বিভিন্ন অফিসে অহরহ দুর্নীতি ও চাঁদাবাজি হচ্ছে। ফলে বোঝা যাচ্ছে, সরিষার মধ্যেই ভূত, এই ভূত তাড়াবে কে?
রাজধানীর মগবাজারে শুক্রবার (১ মার্চ) বিকাল ৩টায় এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বিভিন্ন ধরণের পন্য আমদানির জন্য ইতিমধ্যে সরকার শুল্ক ছাড় দিয়েছে। প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, এর ফলে দ্রব্যমূল্য কি কমেছে! বরং দিন দিন দ্রব্যমূল্য বেড়েই চলেছে। কারণ আপনার দলীয় ও সরকারের কর্তা-ব্যক্তিরা এর সঙ্গে জড়িত।’ ‘মানুষ এখন অর্ধাহারে অতিকষ্টে জীবিকা নির্বাহ করছে’ জানিয়ে অলি আহমদ বলেন, ‘এখন নুন আনতে পান্তা ফুরায়। এর সঙ্গে যোগ হচ্ছে বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি তেলের বর্ধিত মূল্য। নির্দিষ্ট আয়ের বা গরিব মানুষ কীভাবে বেঁচে থাকবে, কে শুনবে তাদের নিরব কান্না? বর্তমান সরকার ভুয়া ভোটে নির্বাচিত। তাই জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। অন্যদিকে ডলার ও দেশীয় মুদ্রার সংকট প্রকট আকার ধারণ করেছে। ফলে সময়মত এলসি খোলা যাচ্ছে না।’
এদেশ কখনও গরিব ছিল না’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এদেশ অনেক সম্পদশালী, প্রচুর সম্ভাবনাময়। কারণ এ দেশ উর্বর মাটি, খনিজ ও সমুদ্র সম্পদে ভরপুর। তাছাড় রয়েছে কঠোর পরিশ্রমী জনশক্তি। শুধু দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টাকা পাচারকারী এবং ক্ষমতালোভীদের কারণে আজ দেশের এই দুরাবস্থা। এর জন্য প্রধানত দায়ী—রাজনীতিবিদরাই।’

 

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *