fbpx
হোম আন্তর্জাতিক সম্পর্কের গতি বাড়াতে আফগানিস্তানে ইমরান খান
সম্পর্কের গতি বাড়াতে আফগানিস্তানে ইমরান খান

সম্পর্কের গতি বাড়াতে আফগানিস্তানে ইমরান খান

0

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আফগান-তালেবান শান্তি আলোচনা ছাড়াও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার করতে প্রথমবারের মতো আফগানিস্তান সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসলামাবাদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, উত্তর-পশ্চিমের সীমান্ত লাগোয়া ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশটির রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করলে ইমরান খানকে স্বাগত জানান আফগান পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হানিফ আতমার ও প্রেসিডেন্ট আশরাফ ঘানির পাকিস্তান সংক্রান্ত বিশেষ দূত ওমর দাউদজাই।

এর আগে পাকিস্তান এক বিবৃতিতে জানায়, পাকিস্তান-আফগানিস্তানের সম্পর্ক আরো দৃঢ় করা, আফগান শান্তি প্রক্রিয়া এবং আঞ্চলিক অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হবে।

বিগত কয়েক মাসে আফগান সরকারের পক্ষে শান্তি আলোচনার নেতৃত্ব দেয়া আবদুল্লাহ আবদুল্লাহ, দেশটির সংসদের নিম্নকক্ষের স্পিকার রহমান রহমানি এবং বাণিজ্যমন্ত্রী সিরাস আহমাদ ঘোরাইনি ছাড়াও আরও অনেকে পাকিস্তান সফর করার পর আফগানিস্তান সফরে গেলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *