fbpx
হোম রাজনীতি সমাজ বিপ্লবের অপরিহার্য উপাদান নেতৃত্ব: অধ্যাপক আবদুল লতিফ মাসুম

সমাজ বিপ্লবের অপরিহার্য উপাদান নেতৃত্ব: অধ্যাপক আবদুল লতিফ মাসুম

0

একটি বিপ্লবের বৈশিষ্ট্য ও বিপ্লবী নেতার গুণাবলী সম্পর্কে চমৎকার বক্তব্য দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম। চেঞ্জ টিভির মুখোমুখি হয়ে তিনি বলেন, বিপ্লব মানেই হচ্ছে টোটাল চেন্জ বা আমুল পরিবর্তন। সারা পৃথিবীতে অনেক গৌরবময় বিপ্লব হয়েছে। ফরাসী বিপ্লব, আমেরিকার স্বাধীনতা, বলশেভিক বিপ্লব এবং ইরানের ইসলামিক বিপ্লব প্রকৃষ্ট উদাহরণ বলে মন্তব্য করেন তিনি।

তার মতে, এসব বিপ্লবের প্রেক্ষাপট, বৈশিষ্ট্য, চিত্র এবং নেতৃত্ব যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় বিপ্লবের পশ্চাতে একটি পটভুমি । প্রায়শই সামাজিক নিপীড়ন, সামাজিক অনাচার বা সামাজিক বৈষম্যের বিরুদ্ধে অথবা কখনো-কখনো স্বাধীনতার জন্য বিপ্লব হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে সংগ্রাম হয়েছিল স্বাধীনতার জন্য। বিপ্লবের জন্য প্রেক্ষাপট যেমন দরকার, তেমনিভাবে একটি আদর্শ দরকার। সে আদর্শ গনতন্ত্র, সমাজতন্ত্র বা ইসলাম হতে পারে।

আবদুল লতিফ মাসুম আরো বলেন, একটি বিপ্লবের জন্য গুরুত্বপূর্ হলো নেতৃত্ব। নেতৃত্ব যদি সঠিক এবং বিপ্লবী চরিত্রের না হয়, তাহলে বিপ্লব ব্যর্থ হয়ে যায়। উদাহরণ স্বরূপ বলেন, বঙ্গবন্ধুর বিপ্লবী চরিত্র ও নেতৃত্ব একটি অপিরহার্য বিষয় ছিল। ইরানের আয়াতুল্লাহ খোমেনী নির্বাসনে থাকার পরও জনগোষ্ঠীকে তৈরী করতে পেরেছিলেন।

সবশেষ তিনি বলেন, বিপ্লবের জন্য নেতৃত্ব, সাহস, যথার্থ রণকৌশল, জনগনকে মোবিলাইজ করা বা আন্দোলিত করার অপূর্ব ক্ষমতা এবং বিপ্লবকে সফল করার জন্য প্রতিষ্ঠানিক ক্ষমতা প্রয়োজন হয়।

সুতরাং আমরা যদি সমাজ পরিবর্তনের কথা চিন্তা করি, তাহলে গনতান্ত্রিক পন্থায় নেতৃত্বের যোগ্যতা, জনশ্রেণী তথা বিপ্লব ধারণ করার জনগন এবং সমর্থন করার জনগোষ্ঠী তৈরী করতে হবে, তাহলে বিপ্লব সাধন হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *