fbpx
হোম বিনোদন সংঘাত ও হতাশার বিরুদ্ধে নচিকেতা মানিকের গান
সংঘাত ও হতাশার বিরুদ্ধে নচিকেতা মানিকের গান

সংঘাত ও হতাশার বিরুদ্ধে নচিকেতা মানিকের গান

0

ভোরের হাওয়ায় আভাস থাকে, সকাল হবে কি না, গহিন রাত্রি শেষে আলো আসবেই, এ কথা তো অনেক আগে জানা, তবু হতাশায় ভরে গেলে মন, খুঁজে ফিরি অনুপ্রাণন; এরকম নান্দনিক কথায় এবার হাজির হয়েছেন ভারতের জীবনমুখী গানের কিংবদন্তি শিল্পী নচিকেতা চক্রবর্তী ও বাংলাদেশের ব্যতিক্রমী গানের গায়ক আমিরুল মোমেনীন মানিক। তাদের সঙ্গে গেয়েছেন শিশুশিল্পী সিফাত রিজওয়ান নাফি। আমিরুল মোমেনীন মানিকের কথা ও সুরে ‘সকাল হবে কি’ গানটির সংগীতায়োজন করেছেন অণু মুস্তাফিজ। গানটির ব্যবস্থাপনায় রয়েছে ডিভাইন স্টুডিও। আগামীকাল ‘মানিক মিউজিক’ নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এ গান। গানটি প্রসঙ্গে নচিকেতা চক্রবর্তী বলেন, বিশ্বব্যাপী চলমান যুদ্ধ, দেশে দেশে অভ্যন্তরীণ সংঘাত এবং তরুণ প্রজন্মের ভেতরে জমাট হতাশার বিরুদ্ধে আশা জাগানিয়া গান ‘সকাল হবে কি?’। বর্তমান সময়ের সঙ্গে চমৎকার মিল আছে গানটির। তাছাড়া মানিকের লেখা ও সুরের বৈচিত্র্যময়তার কারণে আশাকরি সকলের হৃদয় ছুঁয়ে যাবে। তরুণরাও হতাশার অর্গল ভেঙে নতুন স্বপ্নে জেগে ওঠার অনুপ্রেরণা পাবে এর মাধ্যমে। গান প্রসঙ্গে মানিক বলেন, নচিকেতা চক্রবর্তী বাংলা গানের মাইলস্টোন।
কথায় হৃদয় উজাড় করে গেয়েছেন তিনি। শিশুশিল্পী নাফি’র কণ্ঠ গানটিকে অন্যমাত্রায় নিয়ে গেছে। তাছাড়া ব্যতিক্রমী ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে সংগীতায়োজনে। সবমিলিয়ে দীর্ঘদিন পর নতুন স্বাদ পাবে সবাই। নচিকেতা ও মানিক এর আগেও জুটি বেঁধে বেশ ক’টি গান করেছেন। ২০১৪ সালে দু’জনের কণ্ঠে ‘আয় ভোর’ শিরোনামের গান প্রকাশিত হলে দুই বাংলায় সাড়া পড়ে। এরপর, মানিক নচিকেতার কথা ও সুরে ‘কলেজ লাইফ’ ও ‘তুমি কোন্‌ পার্টির লোক’ শিরোনামে আরও দুটি গান করেন। সম্প্রতি নচিকেতা ও মানিকের ‘নীল পরকীয়া’ শিরোনামের ডুয়েট একটি গান প্রকাশিত হয়েছে। এটিও ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *