fbpx
হোম বিনোদন ৪২৮ জন ভোটারের জন্য ৩০০ পুলিশ মোতায়েন
৪২৮ জন ভোটারের জন্য ৩০০ পুলিশ মোতায়েন

৪২৮ জন ভোটারের জন্য ৩০০ পুলিশ মোতায়েন

0

কড়া নিরাপত্তায় চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। 

শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এ নির্বাচন শুরু হয়।

ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে বিএফডিসির ভেতরে-বাইরে পুলিশ মোতায়েন রয়েছে। মোট ৩০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এফডিসির মূল ফটকের দুইপাশেই সারিবদ্ধভাবে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে ।

এমন কঠোর নিরাপত্তা বলয় দেখে সভাপতিপ্রার্থী ইলিয়াস কাঞ্চন জানালেন,  এত নিরাপত্তার দরকার ছিল না।  এমন পরিবেশ দেখে মনে হচ্ছে এফডিসিতে যুদ্ধ চলছে।

সকালেই ৯টা ১৬ মিনিটে সবার আগে প্রথম ভোটটি দেন ইলিয়াস কাঞ্চন।

এ সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরলে জনপ্রিয় এ অভিনেতা বলেন, ‘এফডিসিতে যখন ঢুকলাম, মনে হচ্ছে যুদ্ধ হবে! এত নিরাপত্তা তো এখানে আসলে দরকার নাই। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না, নিরাপত্তা একটু কম হলে ভালো হতো।’

ইলিয়াস কাঞ্চনের ভোট দেওয়া পরই তার প্যানেলের বাকি সদস্যরা ভোট দেওয়া শুরু করেন।

সাংবাদিকদের ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আশা করছি ভোটাররা সঠিক প্রার্থীকেই ভোট দেবেন। ভবিষ্যত তো বলা যায় না। তবে এখনো পর্যন্ত ভালোই দেখছি সার্বিক অবস্থা। আর ভোটাররা আসলে আরও ভালোভাবে বোঝা যাবে।’

প্রসঙ্গত, শিল্পী সমিতির এই নির্বাচনে ভোটারের সংখ্যা ৪২৮ জন।  দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে এবার। যার একটির নেতৃত্ব আছেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ। অন্য প্যানেলের নেতৃত্বে মিশা সওদাগর-জায়েদ খান।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *